দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে চলছিল দুটি অস্ত্র কারখানা। বিহারের সেই বেআইনি অস্ত্র কারখানার তথ্য জানতে পেরেছিল কলকাতা পুলিশের এসটিএফ। সেই তথ্য পেয়ে কলকাতা ও বিহারের এসটিএফ এবং স্থানীয় পুলিশ তল্লাশি চালিয়ে দুটি বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল। দুটি কারখানা থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিহারের শোনবারসা এবং সমস্তিপুরের হাসানপুরে যৌথভাবে তল্লাশি চালিয়ে এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। ওই দুটি অস্ত্র কারখানা থেকে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সকলের নজর এড়িয়ে গোপনে এই অস্ত্র কারখানা চলছিল। সম্প্রতি গোপন সূত্রে সেই খবর জানতে পারে এসটিএফ। এরপরেই কলকাতা পুলিশের এসটিএফ বিহার পুলিশের এসটিএফের সঙ্গে যোগাযোগ করে। পরে কলকাতা ও বিহার পুলিশের এসটিএফ এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তল্লাশি চালায় বিহারের শোনবারসা এবং সমস্তিপুরের হাসানপুরে। ওই দুই জায়গাতে হানা দিতেই প্রচুর পরিমাণে নির্মীয়মাণ আগ্নেয়াস্ত্র খুঁজে পান তদন্তকারীরা। সেই সঙ্গে ১০ জনকে গ্রেফতার করে। এরমধ্যে শোনবারসা থেকে তিন জন এবং হাসানপুর থেকে সাত জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি সাত এবং নয় এমএম পিস্তল। এই অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা মাইলিং যন্ত্র, ড্রিল যন্ত্র, বারুদ মেশানোর জন্য গ্রাইন্ডিং যন্ত্র, কাঁচামালও ওই কারখানা থেকে উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে ১০টি পিস্তল স্লাইড, পিস্তলের হাতল, পিস্তলের আবরণ, পিস্তল ধরার গ্রিপ এবং আগ্নেয়াস্ত্র তৈরি করার যন্ত্র। অন্যদিকে, হাসানপুরের কারখানা থেকে একাধিক পিস্তলের বডি, পিস্তল স্লাইডার, পিস্তলের হাতল এবং আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্র উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে একের পর এক বিভিন্ন জায়গা থেকে বেআইনি আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে। যার মধ্যে অনেক ক্ষেত্রেই এই সমস্ত আগ্নেয়াস্ত্র বিহার থেকে বাংলায় ঢুকেছে। সেই সূত্র ধরে তদন্ত নামে এসটিএফ। তারপরে বিহারের ওই দুটি জায়গায় বেআইনি অস্ত্র কারখানা হদিশ মিলেছে। আরও কোনও বেআইনি অস্ত্র কারখানা রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে এসটিএফ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup