মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে তেলুগু মালিকানাধীন মুদি দোকান এবং রেস্তোরাঁয় ব্ল্যাকমেল এবং তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। আর এই ঘটনায় তেলাঙ্গানার একদল ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আমেরিকায় প্রবাসী ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক স্ত্রীর, জেনে যাওয়ায় ১ কোটি দাবি, থানায় WBCS অফিসার
অভিযোগ, তেলাঙ্গানার ছাত্রদের এই দল জোরপূর্বক ‘দেশি চৌরাস্থ’ নামে এক ভারতীয় মুদি দোকান ও রেস্তোরাঁর মালিকের কাছ থেকে ১ লক্ষ ডলার দাবি করে। কিন্তু, সেই অর্থ দিতে অস্বীকার করেন মালিক। নববর্ষের আগের দিন এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ, ওই ছাত্র দলটি দোকানের মালিককে আর্থিক অসঙ্গতির জন্য অভিযুক্ত করে। আর এই অভিযোগ তুলে তাদের দাবির সমর্থনে একটি ভিডিয়ো রেকর্ড করে। মালিক তাদের দাবি মেনে না নিলে তারা একটি স্যাটেলাইট চ্যানেলে ফুটেজ প্রকাশ বা অনলাইনে আপলোড করার হুমকি দেয়। দোকান মালিক পরে বিষয়টি নিয়ে তাঁর বন্ধুদের সঙ্গে আলোচনা করেন এবং তারা পুলিশকে জানানোর আগে প্রমাণ সংগ্রহ করার সিদ্ধান্ত নেন।
জানা গিয়েছে, এরপরে তিনি অভিযুক্ত ছাত্রদের স্থানীয় একটি রেস্তোরাঁয় দেখা করতে বলেন। এরপর যখন দলটি আসে তখন মালিক এবং তার বন্ধুরা তাদের কথোপকথনের লাইভ রেকর্ড করে এবং অনলাইনে সেই ভিডিয়ো প্রকাশ করে।
পড়ুনঃ তোলা না পেয়ে প্রোমোটারকে মার, খোঁজ নেই অভিযুক্ত কাউন্সিলরের, তল্লাশি পুলিশের
জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত ছাত্ররা ভারতে ফিরে এসেছে। এনিয়ে অস্বস্তিতে পড়েছে অভিযুক্ত ছাত্রদের পরিবার। পাশাপাশি এলাকার ভারতীয় প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। জানা গিয়েছে, ওই ছাত্ররা পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু, পড়াশোনা শেষ করার পর ভালো চাকরি জোগাড় করতে ব্যর্থ হয়েছিলেন।
দোকানের মালিক বলেছেন, তিনি তাদের অপকর্ম প্রকাশ করতে বাধ্য হয়েছেন। একইসঙ্গে এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ছাত্ররা শুধুমাত্র একটি গুরুতর অপরাধই করেনি বরং তাদের কেরিয়ার এবং জীবনকেও শেষ করেছে। তাদের কর্মকাণ্ড তাদের পরিবার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর তেলুগু সম্প্রদায়কে বিব্রত করেছে। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে। আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।