নয়া ধাঁচে YONO অ্যাপ (You Only Need One) আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এবার থেকে YONO অ্যাপের মাধ্যমে স্ক্যান করে টাকা পাঠানো, ফোনের কনট্যাক্টস ধরে টাকা পাঠানো, অন্য কারও টাকা চাওয়ার মতো 'ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' বা ইউপিআইয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন এসবিআই গ্রাহকরা। সেইসঙ্গে 'ইনটাপ্রারেল কার্ডলেস ক্যাশ উইড্রয়াল' পরিষেবাও চালু করা হয়েছে। যে পরিষেবার মাধ্যমে 'UPI QR Cash' ব্যবহার করে যে কোনও ব্যাঙ্কের যে কোনও এটিএম ('ইনটাপ্রারেল কার্ডলেস ক্যাশ উইড্রয়াল' পরিষেবা থাকতে হবে) থেকে টাকা তুলতে পারবেন এসবিআই এবং অন্য ব্যাঙ্কের গ্রাহকরা।
আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!
রবিবার এসবিআইয়ের ৬৮ তম ব্যাঙ্ক দিবসে আরও উন্নত YONO অ্যাপ চালু করেছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ২০১৭ সালে চালু হওয়ার পর থেকে YONO অ্যাপে নথিভুক্ত গ্রাহকের সংখ্যা ছয় কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু ২০২২-২৩ অর্থবর্ষেই YONO-র মাধ্যমে ৭৮.৬ লাখ সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই পরিস্থিতিতে রবিবার বিশেষ দিনে এসবিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, YONO অ্যাপের উন্নততর ভার্সন চালু করার ফলে অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও YONO দুনিয়ায় যাত্রা শুরু করতে পারবেন। তাঁরা যাতে এসবিআই পরিবারে যুক্ত হতে পারেন, সেই বিষয়েও উৎসাহ প্রদান করা হবে বলে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: Mutual Fund Best Return: ১ বছরে ৪৫% পর্যন্ত রিটার্ন! এই ১০ মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডে হয়েছে লক্ষ্মীলাভ