ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত ভারতের 'পলাতক' ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ভারতের তরফে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলে, বেলজিয়াম পদক্ষেপ করে। উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই মেহুল চোকসি। জানা যায়, বেলজিয়ামের অন্তরীপে কিছু সপ্তাহ ধরে থাকছিল অভিযুক্ত মেহুল। এমন বহু মিডিয়া রিপোর্ট আসতে থাকে প্রকাশ্যে। তারপরই এই গ্রেফতারি।
‘অ্যাসোসিয়েটেড টাইমস’র খবর অনুযায়ী, ভারতীয় কর্তৃপক্ষ মেহুলকে প্রত্যর্পণের জন্য বেলজিয়ামকে অনুরোধ জানায়। এই সংবাদ তারা মার্চে প্রকাশ করেছিল। তারপরই এপ্রিলের মাঝামাঝি সময়ে এল মেহুল চোকসির গ্রেফতারির খবর। এদিকে, ইকোনমিক টাইমসের তথ্য বলছে, মেহুল চোকসিকে গ্রেফতারির জন্য ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছিল আবেদন।
চোকসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা:-
জানা গিয়েছে, জালিয়াতি মামলায় মেহুল চোকসির বিরুদ্ধে ২ টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ২০১৮ সালের ২৩ মের পর আবার ২০২১ সালের ১৫ জুন এই দুটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সেই পরোয়ানার কথাই উল্লেখ করা হয় ভারতের তরফে। প্রসঙ্গত, কিছুদিন আগেই, আমেরিকা থেকে ২০০৮ সালের মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে প্রত্যর্পণ করে দেশে ফেরায় ভারত। এরপর সোমবার এল মেহুল চোকসির খবর।
কে এই মেহুল চোকসি?
ভারতের পঞ্জাব ন্য়াশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৮৫০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। ভারতের গীতাঞ্জলী জেমসের প্রতিষ্ঠাতা মেহুল। তার জালিয়াতির অভিযোগ সামনে আসতেই দেশ ছেড়ে পলাতক ছিল মেহুল চোকসি। বহুদিন ধরেই এই মামলায় সে ভারতের কাছে ‘ওয়ান্টেড’। জানা যাচ্ছে, ২০২৩ সাল থেকে বেলজিয়ামে বসবাস করছিল মেহুল। ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে বেলজিয়ামে বসবাস মেহুলের। জানা যায় তার স্ত্রী প্রীতি চোকসি, বেলজিয়ানের নাগরিক। ‘অ্যাসোসিয়েটেড টাইমস’র খবর অনুযায়ী, মেহুল চোকসি বেলজিয়ামে ‘এফ রেসিডেন্সি কার্ড’ নিয়ে বসবাস করছিল। জানা যায়, সেখানে থাকতে জাল নথির সাহায্যও মেহুল নিয়েছিল বলে অভিযোগ।