মোদীকে 'মারতে পারেন', 'গালিগালাজ করতে পারেন'। ভাইরাল ভিডিয়োয় (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) এমনই মন্তব্য করতে শোনা গেল মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাতোলেকে। যদিও পাতোলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই মন্তব্য করেননি। বরং এক 'স্থানীয় গুন্ডার' বিষয়ে সেই কথা বলেছেন। সোমবার মহারাষ্ট্রের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস একটি সংবাদমাধ্যমের ভিডিয়ো (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) রিটুইট করেন। সঙ্গে দাবি করেন, ‘পাকিস্তান সীমান্তের কাছে পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী ফোনে পর্যন্ত কথা বলতে রাজি হননি। এবার মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি বলেছেন, উনি মোদীকে মারতে পারেন। মারধর করতে পারেন। গালিগালাজ করতে পারেন (তিনি)।’সেই ভিডিয়ো নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়। একটি মহল থেকে দাবি করা হয়, ভাণ্ডারা জেলায় জেভনালা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন পাতোলে। তখনই সেই মন্তব্য করেছেন। বিতর্কের মধ্যে পাতোলে বলেন, ‘আমি একজন স্থানীয় গুন্ডার কথা বলছিলাম। তার নামও মোদী। আমি প্রধানমন্ত্রীর পদমর্যাদার বিষয়ে আমি ভালোভাবে অবহিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি।’ তিনি দাবি করেন, দেশের জ্বলন্ত বিষয় থেকে নজর ঘোরানোর জন্য বিজেপি ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছে। পাতোলের কথায়, ‘রাজ্যের বিভিন্ন থানায় বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বলেছি কংগ্রেস কর্মীদের। যাঁরা (বিজেপি নেতারা) দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন।’ যদিও নিজেকে ভাণ্ডারা জেলার বাসিন্দা হিসেবে দাবি করে এক ব্যক্তি দাবি করেছেন, জেভনালা গ্রামে মোদী নামে কোনও ব্যক্তি নেই। মনোজ বাগদে নামে (নিজের নাম বলে দাবি করেছেন) ওই ব্যক্তি বলেন, ‘পুরো ভাণ্ডারা জেলার কোনও গ্রামে এরকম পদবী যুক্ত কেউ নেই।’