পহেলগাঁও জঙ্গি হামলায় অনেকের ‘সিঁদুর’ কেড়ে নিয়েছিল। আর ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে বদলা নিল ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা। বুধবার (ইংরেজি মতে) গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি শিবির। যে সব শিবির থেকে ভারতে জঙ্গি হামলা চালানোর ছক তৈরি করা হত। পরিচালনা করা হত জঙ্গিদের। সেইসব শিবির রাতের অন্ধকারে গুঁড়িয়ে দিল ভারত। আর সেই বদলার পরে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘জাস্টিস ইজ সার্ভড (ন্যায়বিচার হল)। জয় হিন্দ।’
‘সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর’
তবে আপাতত খুব বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। বুধবার সকাল-দুপুরের দিকে সেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’-র বিষয়ে বিস্তারিত তথ্যপ্রকাশ করা হবে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। গভীর রাতে প্রতিরক্ষা মন্ত্রকের সংক্ষিপ্ত বিবৃতিতে শুধুমাত্র বলা হয়েছে, 'কিছুক্ষণ আগে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ছাউনিতে নিশানা করেছে। যেখান ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা করা হত এবং পরিচালনা করা হত। সবমিলিয়ে ন'টি এলাকা নিশানা করা হয়েছে।'
আরও পড়ুন: ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত, কত কোটি লাগছে? বড় চুক্তি ফ্রান্সের সঙ্গে
নিখুঁত টার্গেট, পাক সেনাকে নিশানা করা হয়নি, বলল ভারত
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতীয় সেনা যে পদক্ষেপ করেছে, তাতে পাকিস্তানি সেনা বা অসামরিক কোনও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। একেবারে নিখুঁতভাবে জঙ্গি শিবিরগুলিকে 'টার্গেট' করা হয়েছিল। যেমন 'টার্গেট' করা হয়েছিল, সেইমতো নেওয়া হয়েছে 'অ্যাকশন'। ভারতীয় সেনা অত্যন্ত সংযম দেখিয়েই সেই পদক্ষেপ করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
সেইসঙ্গে ভারতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে পৈশাচিক জঙ্গি হামলা চালানো হয়েছিল, সেটার প্রেক্ষিতেই এমন পদক্ষেপ করা হয়েছে। যে জঙ্গি হামলায় মোট ২৬ জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন ভারতীয় ছিলেন। আর একজন নেপালি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'ওই হামলার ঘটনায় যারা জড়িত, তাদের শাস্তি দেওয়ার যে প্রতিজ্ঞা নিয়েছি আমরা, সেটা পূরণ করছি।'
বদলার হুঁশিয়ারি পাকিস্তানের
আর ভারত যে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে, তা স্বীকার করে নিয়েছে। অতীতের মতো এবারও ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে যে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ কোনও জঙ্গি শিবির ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ভারত যে কাজটা করেছে, তার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) তরফে জানানো হয়েছে যে ভারতকে যোগ্য জবাব দেবে পাক।