বাংলা নিউজ > ঘরে বাইরে > India-USA Trade Relation Latest Update: ট্রাম্পের পালটা শুল্ক জুজুতে শঙ্কিত নয় ভারত, 'অন্য ছক' কষার চেষ্টা চলছে
পরবর্তী খবর
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভারতের কথা উল্লেখ করে পালটা শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিগত দিনে এই একই ঘোষণা একাধিকবার করেছেন তিনি। আগামী ২ এপ্রিল থেকে এই পালটা শুল্ক নীতি কার্যকর করতে পারে আমেরিকা। তবে দাবি করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক নীতিতে এখনই শঙ্কিত হচ্ছে না দিল্লি। বরং জানা গিয়েছে, বর্তমানে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। (আরও পড়ুন: বাংলাদেশিদের 'হাতকড়া পরাতে' চলেছেন ট্রাম্প, বৈঠক হল ঢাকায়)