উত্তর প্রদেশের পিলিভিটে এনকাউন্টারে নিহত ৩ খলিস্তানি জঙ্গি। জানা গিয়েছে, পঞ্জাবের গুরুদাসপুরে তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ ছিল। এরপরই উত্তর প্রদেশ পুলিশ ও পঞ্জাব পুলিশ যৌথ অভিযানে নামে। সোমবার ভোরের দিকে পিলিভিটে ওই ৩ জঙ্গির সঙ্গে পুলিশের গুলির যুদ্ধ হয়। তখনই পুলিশের এনকাউন্টারে নিহত হয় ৩ জঙ্গি।
জানা গিয়েছে, মৃতদের নাম গুরবিন্দর সিং, জসনপ্রীত সিং, বীরেন্দ্র সিং। এরা প্রত্যেক্যেই খলিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন খলিস্তান কমান্ডো ফোর্সের সদস্য বলে জানা গিয়েছে। মৃতদের কাছ থেকে একে ৪৭ রাইফেল, দুটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উত্তর প্রদেশ ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে এই তিন জঙ্গির এনকাউন্টার ঘিরে এলাকায় আটোসাঁটো নিরাপত্তা।
জানা গিয়েছে, গোপনসূত্রে পঞ্জাব পুলিশের কাছে খবর ছিল ওই ৩ খলিস্তানি জঙ্গি উত্তর প্রদেশের পিলিভিটে আশ্রয় নিয়েছে। সেই খবর পেতেই তারা উত্তর প্রদেশ পুলিশকে জানায়। এই জঙ্গিদের উপস্থিতির খবর পায় উত্তর প্রদেশের পুরানপুর পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশনের আওতার এলাকাতেই জঙ্গিরা ঘোরাফেরা করছিল বলে খবর আসে। পুরানপুরে কিছু সন্দেহজনক জিনিস নিয়ে ওই ৩ জন ঘোরাফেরা করছিল বলেও খবর পায় পুলিশ। এদিকে, খবর পেতেই ওই ৩ অভিযুক্তকে আলাদা করে নেয় পুলিশ। সোমবার সকালেই দুই পক্ষের মধ্যে গুলির যুদ্ধ চলে। তখনই পুলিশের গুলিতে ওই ৩ জঙ্গি মারা যায় বলে খবর।
( ‘সন্ত্রাসে আর্থিক মদতের নেটওয়ার্ক, সেফ হেভেন, জঙ্গি-পরিকাঠামো ভাঙা’র ডাক ভারত ও কুয়েতের, মোদীর সফরে বহু আলোচনা)
( Weather update of WB: দক্ষিণবঙ্গে বড়দিনের আগে জাঁকিয়ে শীতের আশা কি আছে? বৃষ্টির পর রাজ্যের আবহাওয়ার মেজাজ দেখে নিন)
পিলিভিটের পুলিশ জানিয়েছে,'অভিযুক্তরা চ্যালেঞ্জ করে ও পুলিশ টিমকে লক্ষ্য করে গুলি চালায় এবং পাল্টা গুলিতে তারা নিহত হয়। যৌথ অভিযান পরিচালনা করেছিল পাঞ্জাব পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশের দল। পাঞ্জাব পুলিশের দল তাদের (অভিযুক্তদের) বিদেশি সংযোগের কথাও বলেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।' এর আগে শুক্রবার, পঞ্জাবের গুরুদাসপুর জেলার কালানৌর মহকুমার পরিত্যক্ত পুলিশ পোস্টে একটি বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ। বর্ধিত পুলিশি নজরদারির মধ্যে যে আক্রমণটি ঘটেছিল, তাতে জীবন বা সম্পত্তির কোনও ক্ষতি হয়নি। তারপরই এই ৩ খলিস্তানি জঙ্গির এনকাউন্টারের খবর এল।