ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর তরফ থেকে আইবিপিএস আআরবি-এর ২০২৪ সালের ফলাফল ঘোষণা করা হল। সোজা কথায়, ব্যাঙ্কের চাকরিতে ক্লার্ক ও পিও পোস্টের জন্য যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের মধ্যে সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ।
কোথায় দেখা যাবে পরীক্ষার ফলাফল?
এবারের লিখিত পরীক্ষায় যে চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন, তাঁরা চাইলে অনলাইনেই পরীক্ষার ফলাফল জানতে বা দেখতে পারবেন। এর জন্য কেবলমাত্র তাঁদের আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in -এ গিয়ে রেজাল্ট দেখতে হবে।
কোথায় কোথায় এবং কোন কোন পদে নিয়োগ করা হবে?
মূলত সারা দেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে ব্যাঙ্কের যে শাখাগুলি রয়েছে, সেগুলি প্রায় ১০ হাজার শূন্যপদ পূরণ করার লক্ষ্য়েই এই পরীক্ষা নেওয়া হয়েছিল।
রিজিওনাল রুরাল ব্যাঙ্ক (আরআরবি)-গুলির ৯,৯২৩টি শূন্যপদ পূরণ করা হবে। যার মধ্যে রয়েছে গ্রুপ এ অফিসার (স্কেল - ১, ২ এবং ৩) পদ এবং গ্রুপ বি অফিস অ্য়াসিসট্যান্ট (মাল্টিপার্পাস) পদ।
কীভাবে পরীক্ষার্থীরা ‘প্রভিশনাল অ্যালটমেন্ট লিস্ট’ দেখতে পারবেন?
এই তালিকা দেখতে হলে পরীক্ষার্থীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। যথা -
ধাপ - ১ :
প্রথমেই আইবিপিএস-এর সরকারি বা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যার ওয়েব অ্যাড্রেস হল - ibps.in ।
ধাপ - ২ :
এই ওয়েবসাইটের হোমপেজে গিয়ে একটি নির্দিষ্ট শিরোনামে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। সেই লিঙ্কের শিরোনাম হল - 'IBPS RRB Result 2024 Provisional Allotment List' ।
ধাপ - ৩ :
এরপরই একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে। সেখান গিয়ে প্রার্থীকে তাঁর লগ ইন ক্রেডেন্সিয়ালগুলি (লগ ইন আইডি ও লগ ইন পাসওয়ার্ড) পরপর দিতে হবে।
ধাপ - ৪ :
এবার নিজের পরীক্ষার রেজাল্ট দেখার জন্য সংশ্লিষ্ট সমস্ত তথ্য সেখানে দিতে হবে।
ধাপ - ৫ :
এরপরই প্রার্থী তাঁর পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। ভবিষ্যতের সুবিধার জন্য তিনি সেটা ডাউনলোড করে রাখতে পারবেন।
ধাপ - ৬ :
প্রত্যেক প্রার্থীকেই ডাউনলোড করা রেজাল্টের অন্তত একটি প্রিন্ট আউট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রভিশনাল অ্যালটমেন্টের প্রক্রিয়া কী?
প্রভিশনাল অ্য়ালটমেন্টের তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে যে বিষয়গুলি বিবেচনা করা হয়, সেগুলি হল - পরীক্ষার্থীর মেধা এবং তাঁর পছন্দের জায়গা, সরকারের সংশ্লিষ্ট নীতিসমূহ এবং সংরক্ষণ ও ভারত সরকার দ্বারা ঘোষিত অন্য়ান্য গাইডলাইন।