अजमेर : মঙ্গলবার অর্ধনগ্ন অবস্থায় তলোয়ার হাতে এক যুবক আজমির শরিফ দরগায় ঢুকে পড়ে। এর জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সেখানে। যদিও সৌভাগ্যক্রমে সেই ব্যক্তি সময়মতো ধরা পড়ে। ধৃতের নাম আলম আলি। সে উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দরগাহ চত্বরে অবস্থিত শাহজাহানি মসজিদে ঢুকে পড়েছিল সেই অভিযুক্ত যুবক। অর্ধনগ্ন হয়ে সে তলোয়ার নাড়তে লাগে সেখানে ঢুকে। এর জেরে দরগা চত্বরে শোরগোল পড়ে যায়। মসজিদে উপস্থিত কয়েকজন সাহস দেখিয়ে তাকে ধরে ফেলে। এ ঘটনায় এক যুবকও আহত হয়েছেন। (আরও পড়ুন: ৯% চড়ল VIX, ১৩৯০ পয়েন্ট পতন সেনসেক্সে, এর মাঝে ১৯.১২% বাড়ল এই শেয়ারের দাম)
আরও পড়ুন: ফের দক্ষিণবঙ্গে নামবে স্বস্তির বৃষ্টি, কোথায় কবে হতে পারে বর্ষণ? গরম কি কমবে?
অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। চিকিৎসাও করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই যুবকের মানসিক অবস্থা ভালো নয়। তবে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। তিনি কোনও নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তলোয়ার নিয়ে সেখানে গিয়েছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে এভাবে তলোয়ার হাতে দরগায় একটি যুবক ঢুকে পড়ায় সেখানকার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সারা দেশ এবং বিশ্বের হাজার হাজার মানুষ প্রতিদিন আজমির শরিফে প্রার্থনা করতে আসেন। এটি দেশের অন্যতম প্রধান ইসলামিক ধর্মীয় পীঠস্থান। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও খাজা মইনুদ্দিন চিশতির চাদর দিতে আসেন। (আরও পড়ুন: এপ্রিলের শুরুতেই ১০০০ টাকা দাম বাড়ল ২২ ক্যারেট সোনার, কলকাতায় কত রেট হলুদ ধাতুর)