লোকসভা নির্বাচনে ব্যাকফুটে থাকলেও বিধানসভার উপনির্বাচনে উত্তরপ্রদেশে দুর্দান্ত কামব্যাক করল বিজেপি তথা এনডিএ। যা তাদের রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনের (২০২৭ সালে হবে) জন্য প্রস্তুতি সারতে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে, উপনির্বাচনে বিজেপির এই সাফল্য রাজ্যে সমাজবাদী পার্টি (সপা)-এর নেতৃত্বাধীন বিরোধী শিবিরকে কিছুটা হলেও ধাক্কা দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত ২০ নভেম্বর উত্তরপ্রদেশের মোট ন'টি আসনে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়। যার মধ্যে সাতটিতেই জয়ী হয়েছে এনডিএ। ভোটের হিসাব বলছে, এক্ষেত্রে এনডিএ যে শুধুমাত্র ২০২২ সালের তুলনায় তাদের জয়ের ব্য়বধান বাড়িয়েছে, তাই নয়। সেইসঙ্গে, তারা কুন্দার্কি এবং কাটেহরির মতো আসনগুলি সপা-র হাত থেকে ছিনিয়ে নিয়েছে।
পাশাপাশি দু'টি আসনে পরাজিত হলেও, সেখানেও জয়-পরাজয়ের ব্যবধান তারা বেশ খানিকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
যে ন'টি বিধানসভা আসনে গত ২০ তারিখ উপনির্বাচন হয়, ২০২২ সালের নির্বাচনে তার মধ্যে মাত্র চারটি আসন জিতেছিল এনডিএ। সেগুলির মধ্যে - গাজিয়াবাদ, খইর এবং ফুলপুর আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। আর মাঝাওয়ান কেন্দ্রে জয়ী হয়েছিলেন জোট শরিক নিষাদ পার্টির প্রার্থী।
কিন্তু, এবারের এই উপনির্বাচনে এনডি ওই চারটি আসনে তো জিতেইছে, সেইসঙ্গে আরও তিনটি আসন নিজেদের ঝুলিতে পুরতে সক্ষম হয়েছে। এর মধ্যে বিজেপির জয় এসেছে - গাজিয়াবাদ, খইর, কুন্দার্কি, ফুলপুর, মাঝাওয়ান এবং কাটেহারি আসনে।
অন্যদিকে, মীরপুরে জয়ী হয়েছেন বিজেপির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর প্রার্থী। আগেও এই আসনটি তাদেরই ছিল। কিন্তু, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের সময় আরএলডি সপা-র জোটসঙ্গী ছিল।
এদিকে, গত লোকসভা নির্বাচনে দাপটের সঙ্গে ব্যাটিং করলেও বিধানসভা উপনির্বাচনে অখিলেশ যাদবরে সপা-কে মাত্র দু'টি আসন পেয়েই খুশি থাকতে হয়েছে। তারা জিতেছে কেবলমাত্র সিসামাউ এবং কার্নাল আসনে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে লোকসভা আসন রয়েছে ৮০টি। চলতি বছরের লোকসভা নির্বাচনে যার মধ্যে মাত্র ৩৩টিতে জয়লাভ করে বিজেপি। অথচ, ২০১৯ সালে তারা জিতেছিল রাজ্যের ৬২টি লোকসভা আসনে। চব্বিশের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি জয়লাভ করে ৩৭টি আসনে।
বিজেপির এই ছন্দপতন রাজ্যে দলীয় নেতা-কর্মীদের মনোবলে কিছুটা হলেও আঘাত করেছিল বলে মত ওয়াকিবহাল মহলের। কিন্তু, চব্বিশের বিধানসভা উপনির্বাচনে দল যেভাবে কামব্যাক করল, তাতে আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে, উত্তরপ্রদেশের বিজেপি শিবির সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার রসদ পেয়ে গেল বলেই মনে করা হচ্ছে।