ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার-সহ বিভিন্ন পদে নিয়োগ করবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শূন্যপদ (Vacancy)
ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার-রিস্ক (১২০ টি শূন্যপদ), ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট (১৪), ম্যানেজার-ফোরেক্স (৫০), ম্যানেজার-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (১৪), অ্যাসিসট্যান্ট ম্যানেজার-টেকনিক্যাল অফিসার (২৬), এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার-ফোরেক্স (১২০) পদে নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ (Important Dates)
ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা (Eligibility, Age Limit)
প্রতিটি পদের ক্ষেত্রেই রয়েছে ভিন্ন বয়সসীমা। এছাড়া পদ অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন। বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। লিঙ্ক :
প্রার্থীরা শুধুমাত্র অনলাইন মোডে আবেদন করতে পারবেন। অফলাইন মোড নেই।
ব্যাঙ্কের নির্দিষ্ট ওয়েবসাইটে যান। লিঙ্ক :
এই স্থানে ক্লিক করুন - ‘Click to View the Current Recruitment’
এরপর স্পেশাল অফিসার রিক্রুটমেন্ট ২০২১-২২-এ ক্লিক করুন।
এর পরের পেজেই অনলাইনে আবেদনের অপশন পাবেন।