Bank Holiday list in April 2025: ২০২৫ এপ্রিলে ব্যাঙ্ক বন্ধ থাকবে কোন কোন তারিখে? রইল তালিকা
1 মিনিটে পড়ুন Updated: 31 Mar 2025, 05:54 PM IST২০২৫ সালের এপ্রিলে ব্যাঙ্ক কোন কোন তারিখে বন্ধ থাকছে তার রাজ্যভিত্তিক তালিকা দেখে নিন।
২০২৫ সালের এপ্রিলে ব্যাঙ্ক কোন কোন তারিখে বন্ধ থাকছে তার রাজ্যভিত্তিক তালিকা দেখে নিন।
২০২৫ সালের এপ্রিল মাসে দেশের ব্যাঙ্কগুলি কতদিন ও কোন কোন তারিখে বন্ধ থাকবে, তার তালিকা প্রকাশ করেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুসারে এপ্রিল মাসে কোন কোন তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকতে দেখে নিন।
উল্লেখ্য, রাজ্যের ভিত্তিতে ব্যাঙ্কের ছুটির দিন ঘোষিত থাকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকায়। ২০২৫ সালের এপ্রিলে বাংলা নববর্ষ, আম্বেদকর জয়ন্তী, গুড ফ্রাইডের মতো উৎসব রয়েছে। দেখা যাক, এই মাসে কতদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।
১ এপ্রিল- ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিং পর্ব হিসাবে ব্যাঙ্ক বন্ধ মঙ্গলবার। এছাড়াও ঝাড়খণ্ডে সেদিন রয়েছে একটি উপজাতিদের অনুষ্ঠান।
৫ এপ্রিল-বাবু জগজীবন রাওয়ের জন্মদিন উপলক্ষ্যে তেলাঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ এপ্রিল-মহাবীরের জন্ম উদযাপনের জন্য গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ এপ্রিল- এই দিনটি আম্বেদকর জয়ন্তী-ডঃ বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী, বিষু, বিহু, তামিল নববর্ষের মতো বিভিন্ন আঞ্চলিক নববর্ষ উদযাপিত হতে চলেছে, বহু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৫-বাংলা নববর্ষের দিন,হিমাচল দিবস,বোহাগ বিহু রয়েছে মঙ্গলবার। বাংলা নববর্ষ, হিমাচল দিবস এবং বোহাগ বিহু সহ রাজ্য-নির্দিষ্ট উৎসব পালনের জন্য আসাম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
১৮ এপ্রিল- গুড ফ্রাইডে উপলক্ষ্যে বহু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
২১ এপ্রিল- ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, যেখানে রাজ্যে পালিত একটি উপজাতীয় উৎসব গড়িয়া পূজার জন্য ব্যাংক বন্ধ থাকবে।
২৯ এপ্রিল- সেদিন রয়েছে শ্রী পরশুরাম জয়ন্তী, শ্রী পরশুরামের জন্মবার্ষিকী উদযাপনের জন্য এই দিনে হিমাচল প্রদেশে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
৩০ এপ্রিল-লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বাসবন্নার সম্মানে বাসব জয়ন্তী এবং সম্পদ ও সমৃদ্ধির জন্য শুভ দিন হিসেবে বিবেচিত অক্ষয় তৃতীয়া উদযাপনের জন্য কর্ণাটকে ব্যাংক বন্ধ থাকবে।
১০ এপ্রিল (বৃহস্পতিবার)- ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ।
১৪ এপ্রিল (আম্বেদকর জয়ন্তী)-ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ।