সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন, সেনা প্রধান ওয়াকার-উজ-জামান নাকি মহম্মদ ইউনুসকে মুখ্য উপদেষ্টা হিসেবে চাননি। এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনাও চলছে। এই আবহে জাতীয় নাগরিক পার্টি নেতা তথা হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম 'মুখ' সারজিস আলম মুখ খুললেন। সেনা প্রধানকে কি সরানো হবে? এই নিয়ে দিলেন অকপট জবাব। (আরও পড়ুন: 'নগ্ন... নোংরা...', বাংলাদেশ সেনাকে নিয়ে বোমা ফাটালেন 'বিপ্লবী' NCP নেতা)
আরও পড়ুন: মোদী-ইউনুস বৈঠক নিয়ে বাংলাদেশের অনুরোধ নিয়ে কী ভাবছে ভারত, জানালেন জয়শংকর
২২ মার্চ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারজিস বলেন, 'সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনও প্রশ্ন কখনও আসেনি। বরং এ নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে। এ অবস্থা (সেনা প্রধানকে সরানোর মতো অবস্থা) যেন নির্বাচনের আগ পর্যন্ত তৈরি না হয়, সেটি আমরা প্রত্যাশা করি। সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা, আমরা মনে করি সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আমরা মনে করি যে, সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ওপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ আছে। আমরা এটা হারাতে চাই না। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল এবং আমরা এটা রাখতে চাই।' (আরও পড়ুন: আওয়ামি লিগ নিয়ে সেনার গোপন বৈঠকের কথা সামনে, হাসনাতের পাশে নেই তাঁরই দল?)