শিয়রে ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোট। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল ঝাড়খণ্ডে। এদিন, ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায়। তারফলে চাঞ্চল্য ছড়িয়েছে স্বভাবতই। এই ত্রুটির ফলে যথা সময়ে বিমান টেক অফ করেনি। ফলে বিমানের উত্তরণে দেরি হওয়ার ফলে প্রধানমন্ত্রীর দিল্লি ফিরতে খানিকটা বিঘ্ন ঘটেছে।
জানা গিয়েছে, এই ত্রুটি চিহ্নিত হওয়ার পরই প্রযুক্তি বিশেষজ্ঞ টিম সেখানে পৌঁছেছে। তারা ত্রুটি ঘিরে পদক্ষেপ করে দেখছে। খুব শিগগিরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। এদিন ভোট পর্বের প্রচারের মাঝে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যেও ঝাড়খণ্ডে একাধিক সভায় যোগ দেন মোদী। সেই সমস্ত সভা শেষ করে মোদীর দিল্লি ফেরার পথেই হেলিকপ্টারে এই ত্রুটি লক্ষ্য করা যায়। উল্লেখ্য, বিরসা মুন্ডার জন্ম দিবসকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসাবে পালন করা হয়। সেই উপলক্ষ্যে এদিন দ্বিতীয় পর্বের ভোটমুখী ঝাড়খণ্ডে পর পর সভায় যোগ দেন মোদী। সামনেই ২০ নভেম্বর রয়েছে ঝাড়খণ্ডে পরবর্তী দফার ভোট। তার আগে, রাজ্যে মোদীর সভা বেশ তাৎপর্যপূর্ণ ছিল রাজনৈতিক দিক থেকে।
( অতীন ঘোষের ঘরের পর আজও কলকাতা পুরসভায় ফের সাপ! এই প্রাণীকে আচমকা দেখলে কী করণীয়? দেখে নিন)
(Surya Gochar in Brishchik: বৃশ্চিকে যাচ্ছেন সূর্য! ১৬ নভেম্বর থেকে সুসময় শুরু বৃষ সহ বহু রাশির)
এদিকে, ঝাড়খণ্ডের দেওঘর থেকে বেশ খানিকটা দূরে ঝাড়খণ্ডের গোড্ডায় আটকে যায় রাহুল গান্ধীর হেলিকপ্টারের উত্তরণ। জানা গিয়েছে, তাঁর হেলিকপ্টারের উত্তরণে অনুমতি দেয়নি এটিসি। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের নেতারা। অনেকেরই দাবি ছিল, দেওঘরে মোদী যেহেতু এসেছেন, তাঁর সভাকে আগ্রণী করে রাখতেই রাহুলের হেলিকপ্টারকে টেক অফের অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে বিজেপি বনাম কংগ্রেসের ব্যাপক সংঘাত হয়। এদিকে গাড্ডায় রাহুল গান্ধীর হেলিকপ্টার প্রায় ৪৫ মিনিট ধরে আটকে পড়ে। তারপরই শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর বিমানে মিলিছে যান্ত্রিক ত্রুটি।