বিমানে উঠেই সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ। আর তার জেরে এক মহিলা যাত্রীকে বিমান থেকে নামাতে গিয়েই ঘটল বিপত্তি। এক বিমান কর্মীর হাতে কামড়ে দিলেন ওই মহিলা যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শেষ পর্যন্ত মহিলা যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ওই মহিলা যাত্রীকে আটক করার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউ বিমানবন্দরে।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে হঠাৎ যাত্রীর পেটে প্রচণ্ড ব্যথা, ভর্তি করানো হল হাসপাতালে
কী ঘটেছিল?
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আকাসা বিমানের কিউপি ১৫২৫ উড়ানে। ওই বিমান লখনউ থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল বিকেল ৫ টা ২৫ মিনিটে। সেই মতো অন্যান্য যাত্রীদের সঙ্গে ওই মহিলা বিমানে উঠে গিয়ে বসেছিলেন। তবে শোনা যাচ্ছে বিমানে ওঠার পরেই ওই মহিলা যাত্রী অন্যান্য যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। কারও সঙ্গে তর্কাতর্কি তো কাউকে গালিগালাজ করতে শুরু করেন তিনি।
বিষয়টি লক্ষ্য করে বিমান কর্মীরা তড়িঘড়ি সেখানে পৌঁছে ওই মহিলা কর্মীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু, কোনওভাবেই তাকে শান্ত করা যাচ্ছিল না। তখন ওই মহিলা যাত্রীকে শেষ পর্যন্ত বিমান থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরজন্য ডাকা হয় গ্রাউন্ড স্টাফদের। তারা মহিলা যাত্রীকে নামানোর চেষ্টা করলেই ঘটে বিপত্তি। ওই মহিলা তখন একজন কর্মীর হাতে কামড়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ। পরে মহিলাকে তুলে দেওয়া হয় সরোজিনী নগর থানার পুলিশের হাতে।