উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ ঘিরে সদ্য রাজ্যের বিধানসভায় একটি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য নিয়ে দেশ জুড়ে রাজনীতির পারদ তুঙ্গে ওঠে। সরব হয় বিজেপি। এদিকে, বুধবার উত্তর প্রদেশ বিধানসভায় এই ইস্যুতে সরব হয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই উত্তর প্রদেশের বুক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এল সমর্থনের বার্তা। মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর দিদির পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
অখিলেশ বলেন,' মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিকই বলেছেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী.. তাঁর এলাকার বাসিন্দাদেরও প্রাণ গিয়েছে (মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায়) একটি তাবড় সংবাদপত্রে দাবি করা হয়েছে যে, পশ্চিমবঙ্গের মানুষ, যাঁদের প্রাণ গিয়েছে (মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায়) তাঁদের নাম মৃতদের তালিকায় নেই। বহুল সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে, যাঁরা বাঙালি বা অন্য প্রদেশ থেকে এসেছেন, এফআইআর-ও দায়ের করা হচ্ছে না।' অখিলেশের বক্তব্য, ‘এই মহাকুম্ভ কেন করানো হয়েছে, যে পূণ্যার্থীরা বহু বছর ধরে আসেন.. পৌরাণিক সময় থেকে এই কুম্ভ চলছে, ব্যবস্থার দায়িত্ব কার ছিল? মুখ্যমন্ত্রী ( যোগী আদিত্যনাথ) যখন বলছেন যে, ১০০ কোটি মানুষের ব্যবস্থাপনা রয়েছে, তখন মানুষের বিশ্বাস বেড়ে গেল, উনি সেলেবদের ও বড় ব্যক্তিত্বদের খাম দিয়েছেন ওঁদের নিমন্ত্রণ করেছেন, ফলে মানুষের আরও ভরসা বেড়ে গিয়েছিল, যে ওখানে ব্যবস্থাপনা ভালো। তবে ব্যবস্থা ভালো ছিল না। মানুষের আবেগের সঙ্গে খেলা হচ্ছে।’ মমতাকে সমর্থনের সুরে ফের অখিলেশ বলেন, ‘মমতা ঠিকই বলেছেন যে মানুষের প্রাণ গিয়েছে। আর প্রাণ এতজনেরই গিয়েছে যে সরকার বলতেই পারছে না। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন এই (২০২৫ সালের কুম্ভে) কুম্ভে, অসুস্থ হয়েছেন এই কুম্ভে, হারিয়ে গিয়েছেন এই কুম্ভে।’
( Yogi Adityanath: ‘সঙ্গমের জল পূণ্যস্নান ও আচমনের জন্য নিরাপদ’, গুণমান বিতর্কের মাঝে সরব যোগী)
( Infosys:ছাঁটাই ঘিরে চাঞ্চল্যের পর ট্রেনিদের ‘ইন্টারনাল অ্যাসেসমেন্ট’ পিছিয়ে দিল ইনফোসিস,সংস্থা বলছে,প্রস্তুতির সময় দিতে…)
( Mahakumbh: ‘মহান কাজকে তিন অবস্থা দিয়ে যেতে হয়.. উপহাস,বিরোধ..’, মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পরদিনই যোগী খুললেন মুখ)
অখিলেশের দাবি, কুম্ভের খারাপ ব্যবস্থাপনা থেকে চোখ ঘোরাতে চাইছে যোগী সরকার। তিনি বলেন,'মুখ্যমন্ত্রী যোগ সকলের সামনে ঘটে যাওয়া ঘটনাক লুকোতে চাইছেন। '