তাইওয়ানের ভূখণ্ডের আশপাশে এবার আচমকা চিনের ২৪ টি এয়ারক্রাফ্টের ঘোরাফেরা ঘিরে ফের জল্পনার পারদ চড়ছে। সদ্য তাইওয়ান দাবি করেছে, তাদের ভূখণ্ডের কাছে তারা চিনের সেনার ২৪ টি এয়ারক্রাফ্টকে শণাক্ত করেছে। এছাড়াও চিনের লালফৌজের নৌসেনার ৬ টি জাহাজও তাইওয়ানের সীমানার কাছের জলপথে ঘুরতে দেখেছে তাইওয়ান। তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৬ টা পর্যন্ত এই গতিবিধি নজর করেছে সেদেশ। তারপরই এই নিয়ে মুখ খুলেছে তাইপেই।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, চিনের সেনার ২১ টি এয়ারক্রাফ্ট পার করে গিয়েছে মিডিয়ান লাইন। এছাড়াও দেশটির উত্তর, দক্ষিণ,পূর্ব প্রান্তের ‘এয়ার ডিফেন্স আইডেন্টফিকেশন জোন’ বা ADIZ এ ঢুকে পড়ে চিনের সেনার বিমান। তাইপেইর তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, বিষয়টির দিকে নজর রাখছে তাইওয়ান। এছাড়াও এর কড়া জবাবও তাইওয়ান থেকে গিয়েছে বলেও পোস্টে দাবি করেছে তাইপেই। পোস্টে বলা হয়েছে, ‘আজ সকাল ৬ টা (UTC+8) পর্যন্ত তাইওয়ানের আশেপাশে ২৪টি PLA বিমান এবং ৬টি PLAN জাহাজ চলাচল করছে। ২১টি বিমান মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং পূর্ব ADIZ-এ প্রবেশ করেছে।’ এছড়াও গত মঙ্গলবারও চিনের সেনার ২২ টি বিমানের মধ্যে ১৯ টি তাইওয়ান প্রণালীর মেডিয়ান লাইন পার করে যায় বলে দাবি করেছে তাইপেই। সেদিনও দেশটির উত্তর, দক্ষিণ,পূর্ব প্রান্তের ‘এয়ার ডিফেন্স আইডেন্টফিকেশন জোন’-এ ঢুকে পড়ে বিমানগুলি।
( Mauni amavasya 2025 date time: মৌনী অমাবস্যা ২০২৫ কবে পড়ছে? মহাকুম্ভের মাঝে রইল ব্রহ্ম মুহূর্তের তিথি, সময়কাল)
গত কিছু সপ্তাহ ধরে চিনের তরফে তাইওয়ানের উপকূলীয় এলাকায় কিছু আগ্রাসনমূলক গতিবিধি দেখা যাচ্ছে। চিন নিজের নৌ সমাহার নিয়ে সেই এলাকায় বেশ কিছুটা দাপট ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে বলেও খবর। সদ্য চিন ‘ল্যান্ডিং হেলিকপ্টার অ্যাসল্ট ভেসেল’ চালু করেছে। বলা হচ্ছে, এই ধরনের জিনিস বিশ্বের আর কোনও দেশের নৌসেনার কাছে নেই। এছাড়াও চিন ভাসমান বিচ ডকের বিপুল উৎপাদন বাড়িয়ে দিয়েছে। যা জাহাজের বিচ ল্যান্ডিংয়ের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। সংবাদ সংস্থা এএনআইর রিপোর্ট বলছে, এই সমস্ত ধরনের জিনিস ইঙ্গিত দিচ্ছে, তাইওয়ানকে ঘিরে চিনের আগ্রাসনের তেজ ক্রমশ বাড়ছে। তারই মাঝে এল আজকের এই নয়া গতিবিধির খবর। বহু দশক ধরে চিনের দাবি তাইওয়ান তাদের অংশ। যদিও চিনা আগ্রাসন ও সাম্রাজ্যবাদের এই নীতি নস্যাৎ করে তাইওয়ান। তাইওয়ানকে সঙ্গে নেওয়া নিয়ে বহু সময় ধরেই সরব বেজিং। এদিকে, তারই মাঝে আমেরিকার সঙ্গে তাইওয়ানের সখ্যতা বেজিংকে বেশ কিছুটা চটিয়ে দিয়েছিল। ফের একবার বুধবার ও মঙ্গলবারের ঘটনার পর এই ইস্যু কাড়ল শিরোনাম।