Viral News: পুরনো নোট সংগ্রহে রাখতে অনেকেই ভালোবাসেন। অনেকের কাছে এটি শখের মতো। সম্প্রতি এই ধরনের পুরনো কয়েন বা নোটের বিপুল চাহিদা তৈরি হয়েছে নিলামের বাজারে। দেখা গিয়েছে, অনলাইনে বেশ কয়েকটি সাইট এই ধরনের নোট বা কয়েনের জন্য বড় অঙ্কের টাকা দিচ্ছে। ব্রিটিশ আমলে যেমন প্রচলিত ছিল পুরনো ১ টাকা বা ২ টাকার নোট। এই নোটগুলির দাম নিলামে উঠছে প্রায় ৭ লাখ টাকা। যা অনেকের কাছেই রীতিমতো চোখ ছানাবড়া করা দাম।
যত পুরনো আমলের, তত দাম!
এখন অনলাইনেই বিভিন্ন জিনিসের নিলাম করা যায়। কয়েন বাজারের মতো বিভিন্ন নিলাম সাইটগুলিতে বড় বড় অঙ্কের দর মাঝেমধ্যেই হাঁকা হচ্ছে ইদানীং। আর এই দর হাঁকা হচ্ছে পুরনো আমলের কয়েন বা নোটের জন্য। যত পুরনো আমলের নোট বা কয়েন হবে, ততই বাড়বে দর। যেমন ব্রিটিশ আমলের ১ বা ২ টাকার নোটের জন্য দর ওঠে ৭ লাখ টাকা।
আরও পড়ুন - বাঘ না হাতি, ছবিতে তাকিয়েই কোনটা আগে দেখলেন? প্রাণীই বলে দেবে আপনার মনের ধরন
নোটের ইতিহাস
প্রসঙ্গত, গত শতকের একেবারে শেষ দিকে এক টাকার নোট ছাপা বন্ধ হয়ে যায়। তবে ২০১৫ সালে মোদী সরকার বাজারে ফের নোটগুলি ফিরিয়ে আনে। প্রসঙ্গত ব্রিটিশ আমল থেকেই ছাপা হয়ে আসছে এক টাকা ও দুই টাকার নোট। বর্তমানে স্বাধীনতাপূর্ব আমলে ছাপা নোটগুলি বিশেষ গুরুত্ব পাচ্ছে সংগ্রাহকদের কাছে। তাই দামও উঠছে লাখের কোঠায়।
আরও পড়ুন - দু অক্ষরের সংস্কৃত শব্দ, ভারতের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন নাকি এটাই
৮০ বছর বয়স
সম্প্রতি যে নোটের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যার দাম উঠেছে ৭ লক্ষ টাকা, সেই নোটটি ১৯৩৫ সালে তৈরি করা হয়েছিল। নোটের উপর তৎকালীন গর্ভনর জেডব্লিউ কেলির সাক্ষর রয়েছে। সেই অর্থে ২০২৫ সালে দাঁড়িয়ে প্রায় ৮০ বছর বয়স ওই নোটের।
কীভাবে, কোথায়
যাদের কাছে এই ধরনের পুরনো নোট বা কয়েন রয়েছে, তারা কয়েন বাজার বা কুইকরের মতো নিলামের সাইটগুলিতে সেগুলির নথিভুক্ত করতে পারেন। নথিভুক্ত করার পর সংগ্রাহকরা গুরুত্ব বুঝে দর হাঁকেন। তবে একই সঙ্গে মনে রাখা জরুরি, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এই ধরনের নোট বা কয়েনের কেনাবেচায় সরকারিভাবে অনুমতি দেয় না।