Warm Water Side Effects: দিনে খুব বেশি গরম জল পান করা কি ঠিক? খালিপেটে ঈষদুষ্ণ জল পানে কী উপকার হয়! দেখে নিন
1 মিনিটে পড়ুন Updated: 16 Nov 2024, 12:07 PM ISTখুব বেশি গরম জল খেলে কী কী হতে পারে?.. রইল টিপস।
খুব বেশি গরম জল খেলে কী কী হতে পারে?.. রইল টিপস।
শীতের দিন আসতেই অনেকেই সারা দিন ধরে গরম জল পান করতে পছন্দ করেন। একটু ঠান্ডা ঠান্ডাভাব জমতে শুরু করলেই শীতের দিনে ঈষদুষ্ণ জলের ওপর অনেকেই ভরসা করে থাকেন। জাঁকিয়ে পড়া শীতে বারবার গরম জল পান করলে আরাম লাগে ঠিকই, কিন্তু এরও আবার রয়েছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। অত্যধিক গরম জল পান করলে বেশ কিছু সমস্যা তৈরি হয়ে থাকে।
বলা হচ্ছে, খুব নির্দিষ্ট মাত্রায় গরম জল পান করা শরীরের পক্ষে ভালো। অনেকেই মেদ ঝরাতে সকালে উঠে ঈষদুষ্ণ জল পান করে থাকেন। তা শরীরের পক্ষে অনেক সময়ই ভালো ফল দেয়। তবে সারা দিন ধরে যদি গরম জল পান করতে থাকেন, তাহলে তার বেশ কিছু খারাপ প্রভাবও পড়ে। দেখা যাক, খুব বেশি গরম জল পান করলে কী কী অপকার হতে থাকে।
(Skin Care with Leftover Rice: বাসি ভাত রোজই ফেলছেন? ত্বকের যত্নে এটি কাজে লাগান, রইল খুব সহজ টিপস)