Viral Video:বেশ লোভনীয় দেখতে একটি স্যান্ডউইচ। কিন্তু দাম মোটেই কম নয়। ভারতীয় মুদ্রায় প্রায় ১২০০ টাকা। এই স্যান্ডউইচ খাওয়ার লোভেই ২৫০০ কিলোমিটার পাড়ি দিলেন এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মার্কিন ইনফ্লুয়েন্সার লিও স্কেপি স্যান্ডউইচ খাওয়ার জন্য এত দূর যাবেন কি না প্রথমে সেই বিষয়ে পরামর্শ নেন সোশ্যাল মিডিয়াতেই। কেউ তাঁকে বলেন, যেতেই পারেন। আবার কেউ বলেন, শুধু শুধু টাকার অপচয়। কিন্তু শেষ পর্যন্ত ‘টাকার অপচয়’ করেই বেরিয়ে পড়েন লিও। পাড়ি দেন টেক্সাস থেকে নিউইয়র্ক সিটি। স্যান্ডউইচ খাওয়াই তার একমাত্র কাজ ছিল। তাই সেটি খেয়েই ফের বাড়ি ফিরে আসেন লিও।
সোশ্যালে পরামর্শ চাওয়া
প্রসঙ্গত, সমাজমাধ্যমে ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে লিওর। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় তাঁর ভিডিয়ো, রিল ইত্যাদি। নিজের ফলোয়ারদের কাছেই স্যান্ডউইচের ছবি দেখিয়ে যাবেন কি না জানতে চান। তখন অনেকেই তাঁকে বলেন, যথেষ্ট অর্থ থাকলে ঘুরে আসতে পারেন। আবার কোনও কোনও নেটিজেন বারণ করেন। বলেন, এটা বৃথা টাকার অপচয়। কিন্তু শেষমেশ বেরিয়েই পড়েন লিও।
আরও পড়ুন - বাবা লোকনাথের ১০ বাণী, কাটবে চলার পথের সকল বাধা! পিছনে ফিরে তাকাতে হবে না আর
কেন হঠাৎ এই সিদ্ধান্ত
লিও জানিয়েছেন এমন ‘পাগলামি’র বুদ্ধি তিনি তাঁর বোনের থেকে পেয়েছেন। তাঁর বোন কিছু দিন আগেই এমন একটি কাণ্ড ঘটিয়েছেন। তাঁকে দেখেই উদ্বুদ্ধ হন লিও। তবে কী কী রয়েছে যে ওই স্যান্ডউইচ খেতেই হবে? এই প্রসঙ্গেও ভিডিয়োতে জানিয়েছেন লিও স্কেপি।
আরও পড়ুন - Kitchen Hacks: রান্না করতে করতে চটচটে হয়ে গিয়েছে ননস্টিক পাত্র? এভাবে মাজলে সাফ হবে ৫ মিনিটে
কী কী রয়েছে স্যান্ডউইচে
স্যান্ডউইচটি আর পাঁচটি স্যান্ডউইচের মতোই তৈরি। এর মধ্যে স্টাফিং হিসেবে রয়েছে চিকেন ব্রেস্ট, পার্মেসান চিজ ও আরও অন্যান্য জিনিস। প্রসঙ্গত, টেক্সাসেও এই ধরনের স্যান্ডউইচ সহজেই উপলব্ধ। কিন্তু নিউইয়র্ক গিয়েই স্যান্ডউইচ খাওয়ার পরিকল্পনা করেন লিও স্কেপি। আর সেই পরিকল্পনা সফলও করেন। তাঁর ঘুরে আসার ভিডিয়ো দেখে নেটিজেনরা রীতিমতো অবাক। কেউ যেমন লিখেছেন, আপনি ঠিক কাজই করেছেন। তেমনই আবার অনেকে লিখেছেন, টাকা থাকলে মানুষ কী না করে!