১। ‘পর্বত অভিযাত্রী দলে যোগ দিন’—এমন বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার দিতে এল এক নব্বই বছরের বৃদ্ধ।
নিয়োগ কর্তারা তো অবাক। বলল, ‘আপনি এই বয়সে পর্বতে উঠতে এসেছেন! আপনার মাথা ঠিক আছে তো?’
বৃদ্ধ আমতা আমতা করে জবাব দিলেন, ‘অভিযাত্রী হিসেবে না হয় নাই নিলেন, তাই বলে আপনাদের কি একজন গাইডেরও দরকার নেই?’
আরও পড়ুন - অফিসের চাপ ভ্যানিশ হবে! রইল দিনের সেরা ৫ মজার জোকস, পড়ে নিন চটজলদি
২। শিক্ষক: গরু ঘাস খাচ্ছে এমন একটা ছবি আঁকো।
কিছুক্ষণ পর-
ছাত্র: স্যার আমার আঁকা শেষ।
শিক্ষক: (ধমক দিয়ে) আমি আঁকতে বলেছি গরু ঘাস খায় আর তুমি শুধু গরু এঁকেছ কেন?
ছাত্র: গরু সব ঘাস খেয়ে ফেলেছে স্যার।
আরও পড়ুন - Bangla Jokes Collection: মাসের শুরুটা হোক হাসিমুখে, পড়ুন দিনের সেরা ৫ জোকস, বন্ধুদের পাঠিয়ে তাঁদেরও হাসান
৩। স্ত্রী: ওগো বাংলা ১৪০০ সাল উপলক্ষে ১৪ পদ রান্না করলাম। কেমন হল?
স্বামী: মন্দ নয়, তবে ১৪ বার না আবার টয়লেটে দৌড়োতে হয়।
আরও পড়ুন - Bangla Jokes Collection: অফিসে বসের চাপে নাজেহাল? মন হালকা করুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস
৪। কর্মচারী: স্যার, আমার একদিনের ছুটি দরকার।
বস: বছরে ৩৬৫ দিনে প্রতি সপ্তাহে দুদিন করে ৫২ সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট ১০৪ দিন। বাকি রইল ২৬১ দিন। প্রতিদিন ১৬ ঘণ্টা আপনি অফিসের বাইরে কাটান। সে হিসাবে আপনি অফিসের বাইরে থাকেন মোট ১৭০ দিন। বাকি রইল ৯১ দিন। প্রতিদিন ৩০ মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসাব অনুযায়ী, রইল বাকি ৬৮ দিন। প্রতিদিন এক ঘণ্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। রইল বাকি ২২ দিন। দুদিন আপনি অসুস্থতার জন্য ছুটি কাটান। রইল ২০ দিন। বছরে ১৯ দিন থাকে সরকারি ছুটি, রইল আর ১ দিন। সেই একটা দিনও আপনি ছুটি কাটাতে চান?!
আরও পড়ুন - Bangla Jokes Collection: উইকেন্ডের মজা দ্বিগুণ বেড়ে যাবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস
৫। বড় কর্তার সেদিন মেজাজ খুবই খারাপ। অফিসে ঢুকেই দেখলেন পিয়ন হাতে কিছু কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
বড় কর্তা: এই, কাজের কাজ তো কিছু করিস না। হাতে কী?
পিয়ন: স্যার চিঠি।
বড় কর্তা: কোন ছাগলের চিঠি?
পিয়ন: স্যার আপনার।
বড় কর্তা: কোন গাধা লিখেছে?
পিয়ন: স্যার আপনার বাবা!