পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Janmashtami Wishes: এসে গেল জন্মাষ্টমীর পবিত্র সময়, প্রিয়জনকে এই শুভেচ্ছাবার্তাগুলি এখনই পাঠিয়ে দিন
সারা দেশ জজুড়েই জন্মাষ্টমী পালন শুরু হয়ে গিয়েছে। হিন্দুধর্মের মানুষের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে প্রিয়জনের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা।
কী কী লিখতে পারেন প্রিয়জনদের? জেনে নিন, এখান থেকে।
- আজকের এই শুভ দিনে প্রার্থনা করি, তোমার জীবনে সব সুখ আসুক। সমস্যার মেঘ কেটে যাক। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল তোমার এবং তোমার পরিবারের সকলের জন্য।
- শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবন থেকে দূর হোক সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা। তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা।
- ভৌগলিকভাবে আমরা আজ অনেক দূরে। কিন্তু যতই আলাদা শহরের বাসিন্দা হই না কেন, যতই তোমার সঙ্গে নিয়মিত দেখা না হোক, আমার শুভকামনা সর্বদা তোমার সঙ্গে থাকে। আজকের দিনে, তাই প্রার্থনা করি, ভগবান শ্রীকৃষ্ণ তোমার মঙ্গল করুন। শুভ জন্মাষ্টমী।
- তোমাদের জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। প্রার্থনা করি, ঠাকুর শ্রীকৃষ্ণের সমস্ত আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। তোমাদের জীবনে অনেক অনেক খুশি আসুক। জীবন সুন্দর হয়ে উঠুক। ভগবানের আশীর্বাদে সব স্বপ্ন সফল হোক।
- ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন। সেভাবেই তোমাকেও সঠিক রাস্তা দেখান। আজ এই শুভ দিনে এই প্রার্থনাই করি।
- তোমার এবং তোমার পরিবারের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ।
- জন্মাষ্টমীর শুভ তিথিতে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, তোমার জীবনের সমস্ত দুঃখ, চিন্তা দূর হয়ে যাক। এই জীবন হয়ে উঠুক হাসি, খুশি, ভালবাসায় পূর্ণ। সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রার্থনাই করি আজ।
- প্রার্থনা করি, শ্রীকৃষ্ণ এই পবিত্র দিনে তোমার বাড়িতে আসুন। মাখন-মিছরির নিয়ে যেতে যেতে তিনি তোমার সব দুঃখ এবং দুশ্চিন্তা চুরি করে নিয়ে যান।
- তোমার বাড়িতে পড়ুক কৃষ্ণের পায়ের ধুলো। তাঁর কৃপায় তোমার এবং তোমার পরিবারের সকলের জীবন হয়ে উঠুক সুখের।
- জন্মাষ্টমীর এই দিনটি আমাদের মতো অনেকের কাছেই অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনটির মতোই আনন্দময় হয়ে উঠুক তোমার প্রতিটি দিন। মনের সমস্ত চাওয়া-পাওয়া মিটুক।
- জন্মাষ্টমীর এই শুভ দিনে তোমরা সবাই খব সুখে থেকো। সমস্ত দুর্দশা দূর হয়ে যাক। জীবনে ভরে উঠুক ভালোবাসা ও শান্তি।
- নন্দ গোপাল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমার জীবন ভরে উঠুক আনন্দে। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।