বাংলা নিউজ > টুকিটাকি > গান শুনলে আর থামাতে পারেন না, ভাইরাল হয়ে গেল মায়ের ভাংড়ার ভিডিয়ো!
পরবর্তী খবর
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মায়ের নাচের ভিডিয়ো। তাঁর মজাদার ভাংড়া নাচে মজেছেন নেটিজেনরা।
ভিডিয়োতে রান্নাঘরে এক মহিলাকে দেখা যাচ্ছে। দু'জন ঘরে ঢোল বাজাচ্ছেন। অপরজন স্পিকারে গান বাজাছেন। আর সেই গানের বিট শোনার প্রায় সঙ্গে সঙ্গেই ওই মহিলা নাচতে শুরু করলেন। তাঁর নাচের উত্সাহে মজা পেয়েছেন নেটিজেনরা। ভিডিয়োটি বানিয়েছেন ওই মহিলার ছেলে। তাঁদের মা ভাংড়া গান কতটা পছন্দ করেন, সেটাই দেখিয়েছেন তিনি।
আরও পড়ুন : Redmi Note 11: সাধ্যের মধ্যে দাম, লঞ্চ হল Xiaomi-র ফোন! কত টাকা লাগবে?
দেখুন সেই ভিডিয়ো :
ভিডিয়োটিতে ৯০ হাজারেরও বেশি লাইক পড়েছে। অনেকেই কমেন্টেও তাঁর মায়ের ব্যক্তিত্বের প্রশংসা করেছেন।
আপনার এই ভিডিয়ো কেমন লাগল? কমেন্টে জানাতে ভুলবেন না।
।