চিপস কোম্পানি Lay's একটি বিজ্ঞাপন দিয়েছে ১ এপ্রিল। তা দেখে পাকিস্তানে বহু মানুষ বড়সড় ভুল করে ফেললেন।
এই বিজ্ঞাপন দেখে বহু মানুষ খোঁজ করেছেন বিশেষ চিপসের।
১ এপ্রিল ছিল April Fools' Day। সেই দিনটির ইতিহাস, তার তাৎপর্য এবং তার সঙ্গে এই দিনটির বিখ্যাত বোকা বানানোর গল্পগুলি তো আপনার জেনেই গিয়েছেন। কিন্তু এর মধ্যেই ঘটে গেল আর এক ঘটনা। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মানুষকে এই বিশেষ দিনে একটুখানি ‘বোকা’ বানানোর চেষ্টা করল এক নাজা চিপস কোম্পানি।