পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > International Women’s Day Wishes: প্রিয় নারীকে জানান আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা, জেনে নিন ১০ সুন্দর বার্তা
International Women’s Day 2025 Wishes: প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। চলতি বছরেও এই দিন সারা বিশ্বে পালিত হতে চলেছে দিনটি। নারীদের অক্লান্ত শ্রম ও সমাজ-সভ্যতার প্রতি তাঁর অবদানকে মনে রেখেই পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। এই দিন আপনার পরিচিত ও আত্মীয় পরিজনদের জানান দিনটির শুভেচ্ছা। শুভেচ্ছাবার্তা হিসেবে বেছে নিতে পারেন এই মেসেজগুলি।
আন্তর্জাতিক নারী দিবসের সেরা ১০ শুভেচ্ছাবার্তা (Women’s Day 2025 Wishes)
- দেশে নারীদের অবস্থার উন্নতি না হলে দেশও পিছিয়ে থাকবে। এমনটাই মনে করতেন স্বামী বিবেকানন্দ। নারীই একমাত্র শক্তি যা দেশ, সমাজ বদলে দিতে পারে। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
- আজ আর নারীরা দুর্বল নয়, এই পৃথিবীর এগিয়ে চলার চাবিকাঠি নারীর হাতেই। শুভ আন্তর্জাতিক নারী দিবস!
- নারীদের স্নেহ, মায়া, মমতা এবং করুণা আমাদের সভ্যতার সম্পদ। এই কথা যেন ভুলে না যাই। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
আরও পড়ুন - হোলি খেলার আগে এইভাবে যত্ন নিন নিজের, গ্ল্যামার বজায় থাকবে
- বাড়ি আর বাইরের জগতে দুই স্থানেই আজ সমান দক্ষতায় লড়াই করে চলেছে নারীরা। তাদের এই লড়াইকে কুর্নিশ জানাই। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
- নারীদের স্নেহছায়া আর যত্ন একটি শিশুর বড় হওয়ার জন্য জরুরি। আর শিশুরাই দেশ ও সমাজের ভবিষ্যত। একটি সভ্যতার ভবিষ্যতনির্মাতাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা।
- নারীদের অনবরত ত্যাগ রয়েছে বলেই আজ সভ্যতা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। নারীদের এই অবদান কোনওমতেই ভুলে যাওয়ার নয়। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
আরও পড়ুন - ত্বকের সমস্যার ভয় নেই আর, বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ আবির, রইল রেসিপি
- নারী ছাড়া একটি ঘর, একটি দেশ, একটি সভ্যতা চিরকাল অর্থহীন হয়ে থেকে যায়। তাই নারীদের সম্মান দিতে, যোগ্য মর্যাদা সবার আগে দেওয়া উচিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা।
- মা, বোন, সহধর্মিণী হোক বা বন্ধু, নানারূপে নারীরা আমাদের জীবনে নিরন্তর অবদান রেখে চলেছেন। নারী দিবস তাদের সেই অবদান স্মরণ করার দিন। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
- জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও সুবিধা প্রাপ্য। আজকের দিনে সেটাই হোক অঙ্গীকার। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
- প্রতি মহাপুরুষের নেপথ্যে এক মহিয়সী নারীর অবদান থাকে। ইতিহাস বারবার প্রমাণ করেছে এই সত্য। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।