বাংলা নিউজ > টুকিটাকি > Madhyamgram New Eco Park: মধ্যমগ্রামে ৩০ কোটির নয়া ইকো পার্ক! কী কী চমক থাকবে? HT বাংলাকে বললেন পুরপ্রধান নিমাই ঘোষ
পরবর্তী খবর
HT Bangla Special: ব্যারাকপুর বা খড়দায় বাড়ি। অথচ ইকো পার্ক যেতে মন চাইলে উজিয়ে যেতে হয় অনেকটা পথ। ফেরাও কম ঝক্কির নয়। তবে এই সমস্যা আর পরের বছর থেকে থাকবে না। কারণ আগামী বছর থেকে মধ্যমগ্রামেই পেয়ে যাবেন নিউটাউনের ইকো পার্কের আদলে আরেকটা নতুন ইকো পার্ক। হিন্দুস্তান টাইমস বাংলাকে এই প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার বর্তমান পুরপ্রধান নিমাই ঘোষ।
মধ্যমগ্রামে হঠাৎ কেন ইকো পার্ক?
মধ্যমগ্রামে হঠাৎ ইকো পার্ক গড়ে তোলার নেপথ্যে কী কারণ? পুরপ্রধানের কথায়, পরিবেশ সচেতনতা একটা বড় কারণ। এছাড়াও নিউটাউনের ইকো পার্কে বেশ কয়েক বছর ধরেই উপচে পরা ভিড় হয়। সেই ভিড়ও কিছুটা সামাল দেওয়ার চিন্তা থেকে এই ইকো পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে উদ্যোগ নিয়েছিলেন বর্তমানে খাদ্য সরবরাহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষই। তিনি পুরপ্রধান থাকাকালীন কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে এই কাজ শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যমগ্রাম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পানিহারা এলাকায় ১০ একর জমির ইকো পার্কের জন্য বরাদ্দ হয়। কিন্তু মাঝখানে বেশকিছু দিন কাজ স্থগিত ছিল ফান্ডের অভাবে। বর্তমানে সেই সমস্যা মেটায় পুরোদমে শুরু হয়েছে কাজ।আরও পড়ুন - Microplastic In Brain: মস্তিষ্কে জমছে দেদার প্লাস্টিক! কী কী বিপদের ঝুঁকি? জানালেন চিন্তিত গবেষকরা
কী কী সুবিধা মধ্যমগ্রামের ইকো পার্কে?
পার্কের ভিতরে একটি বড় জলাশয় থাকছে। বোটিং করার সুযোগ থাকবে সেখানে। এছাড়াও জলাশয়ের উপর দিয়ে যাতায়াতের জন্য তৈরি হচ্ছে একটি ব্রিজ থাকবে। নিউটাউনের ইকো পার্কের মতো যথেষ্ট আলোর ব্যবস্থাও থাকছে মধ্যমগ্রামের ইকো পার্ক জুড়ে। । বাচ্চাদের খেলার জন্য তৈরি হচ্ছে মাঠ। প্রবীণদের সময় কাটানো ও আড্ডা মারার জন্য থাকছে বসার ব্যবস্থা। এছাড়াও, খিদে পেলে মুশকিল আসানের জন্য থাকছে ফুড কোর্টের ব্যবস্থা। নিমাই ঘোষ জানান,‘পার্কের ভিতরে ফল ও ফুলের প্রচুর গাছ লাগানো শুরু হয়ে গিয়েছে। পার্কিং জোনের ব্যবস্থাও করা হবে।’