Durga Puja 2024: পুজোর থিমের সঙ্গে প্রতিবারই জুড়ে থাকে মানবতা। কাশী বোস লেনের পুজোর বৈশিষ্ট্যই যেন এটি। এবারের পুজোতেও দেখা যাবে সেই ঝলক। কারণ কাশী বোস লেনের এবারের পুজোর থিম ‘রত্নগর্ভা’। আরজি কর কাণ্ডের পর থেকে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন বারবার মাথাচাড়া দিচ্ছে। রাস্তাঘাটে, অফিসে-বাড়িতে, সম্পর্কের সমীকরণে এই রাজ্যের মহিলারা কতটা নিরাপদ তা বারবার প্রশ্নের মুখে পড়ছে। সেই আবহেই এবার মায়েদের আরেকটি বিশেষ দিক তুলে ধরল কাশী বোস লেন। মায়েরাই গর্ভে ধারণ করছেন এই বিশ্বের তাবৎ প্রাণশক্তি। তাদের কাছেই পৃথিবীর সকল জন্ম ও মৃত্যুর হিসেব বাঁধা থাকে শেষ পর্যন্ত। এবারের পুজোয় তেমনই রত্নগর্ভা নারীদের কথা তুলে আনছে কাশী বোস লেনের পুজো।
এক লড়াইয়ের ইতিহাস
পুজোর এবারের থিমে থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। যিনি বিধবাবিবাহ প্রচলন ও বাল্যবিবাহ রদ করেছিলেন। মেয়েদের কষ্ট ঘোচাতে ও বিদ্যাদান করতে বিভিন্ন জায়গায় তাদের জন্য স্কুল নির্মাণ করেছিলেন। অন্যদিকে পুজো মণ্ডপে থাকবে রাজা রামমোহন রায়ের কীর্তির প্রসঙ্গও। তাঁর উদ্যোগেই বন্ধ হয়েছিল সতীদাহের মতো নারকীয় প্রথা।
আরও পড়ুন - Durga Puja 2024: দর্শনার্থীদের গঙ্গার নিচ দিয়ে মণ্ডপে নিয়ে যাবে মেট্রো, তাক লাগাচ্ছে এই পুজো
মেয়েদের যন্ত্রণার গাঁথা
কাশী বোস লেনের পুজোর সম্পাদক সোমেন দত্ত সংবাদমাধ্যমকে বলেন, সমাজে স্রোতে মহিলাদের ফিরতে সাহায্য করার এই ইতিহাসকে তুলে ধরা হবে থিমে। অন্যদিকে শিল্পী রিন্টু দাস জানাচ্ছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়া নারীদের কথা। তাদের নিয়েই এবারের পুজোর কাজ। তাঁর কথায় উঠে এসেছে দ্রৌপদি মুর্মু, কল্পনা চাওলাসহ একাধিক নাম।
ইতিহাসের প্রতিচ্ছবি
মণ্ডপে ঢোকার মুখে থাকবে ইতিহাসের দীর্ঘ প্রতিচ্ছবি। দেওয়াল জুড়ে থাকবে বাংলায় মেয়েদের অধিকাররক্ষার লড়াই। সতীদাহ, বিধবাবিবাহ ফুটিয়ে তোলা হবে থিমে। এর পর ভিতরে এগোলে দেখা যাবে একরাশ আলো। আলোর বন্যায় যেন ভেসে যাচ্ছে সব। শিল্পী এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানিয়েছেন, মণ্ডপের প্রথমাংশে থাকছে বাংলার রত্নদের লড়াইয়ের ছবি। তার পরের ধাপে থাকছে একরাশ আনন্দ। যেই আনন্দ বা সুবিধা বা অর্জিত অধিকার আজকের নারীরা উপভোগ করছেন। এই আনন্দের ছবি ফুটিয়ে তুলতেই এত আলোর সমারোহে মণ্ডপের মূল অংশ সাজানো হচ্ছে বলে জানাচ্ছেন শিল্পী রিন্টু দাস। প্রসঙ্গত, কাশী বোস লেনের এবারের পুজোয় মায়ের চক্ষুদান করেছেন দৃষ্টিহীন শিশুরা। এই বিষয়েও অভিনবত্বের ছাপ রেখেছে উত্তরের এই পুজো।