Chaitra Navratri: নবরাত্রির উপবাসে বানান মশলাদার আলু দই বড়া, দেখে নিন রেসিপি
1 মিনিটে পড়ুন Updated: 01 Apr 2025, 08:15 AM ISTChaitra Navratri Recipe: নবরাত্রির উপবাসের সময় যদি আপনি মশলাদার কিছু খেতে চান, তাহলে আপনি আলু দই বড়া তৈরি করতে পারেন। এগুলো তৈরি করা খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু।
উৎসব শুরু হয়েছে। এই সময়কালে অনেক ভক্ত পুরো নয় দিন উপবাসও করেন। উপবাসের সময়, ফলের খাবার গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে ফল, কিছু শাকসবজি, বাজরা, সাগু, জল বাদাম ইত্যাদি। এখন, পুরো নয় দিন উপবাস করা অবশ্যই খুব কঠিন এবং এই সময়কালে কী প্রস্তুত করবেন তা নিয়ে প্রায়শই বিভ্রান্তি থাকে। পুরো নয় দিন ধরে ঝাল কিছু খাওয়ার ইচ্ছা থাকে। এমন পরিস্থিতিতে, আপনি এই নিরামিষ দই বড়া তৈরি করতে পারেন। এগুলো খেতে এত সুস্বাদু এবং বানাতে এত সহজ যে আপনার প্রতিবারই এগুলো বানাতে ইচ্ছে করবে। তাহলে আসুন জেনে নিই ফলাহারি দই বড়ার রেসিপি।