সৌমিক মজুমদার
সাব এডিটর, আজতক বাংলা
হিন্দুস্তান টাইমস বাংলার পাঁচ বছর। নিঃসন্দেহে উল্লেখযোগ্য মাইলস্টোন। কন্টেন্ট কন্ট্রিবিউটর হিসেবে প্রায় দুই বছর এই যাত্রায় সফরসঙ্গী হওয়ার সৌভাগ্য হয়েছে। এটিই প্রথম বাংলা নিউজ ওয়েবসাইট, যা মূলত মোবাইল পাঠকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছিল।
আমার মতে, HT বাংলা এই কারণে শুরু থেকেই আর পাঁচটা পোর্টালের থেকে আলাদা ছিল। আমজনতা, সাধারণ মানুষের কথা ভেবেই শুরু থেকে কাজ হয়েছে। এটাই HT বাংলার সাফল্যের অন্যতম কারণ বলে আমি মনে করি।
মহামারীর সময় কাজে যোগ দিয়েছিলাম। সেই কঠিন সময়ে দাঁড়িয়ে হিন্দুস্তান টাইমস বাংলা নিয়মিত পাঠকদের কাছে জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য পৌঁছে দিয়েছে। এখানে কাজ করার সময় SEO, অনলাইন সাংবাদিকতা, ছবি ডিজাইনিং এবং সৃজনশীল লেখার কৌশল শিখেছি। অসাধারণ একটি টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এটি নিঃসন্দেহে আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। HT বাংলার এই সাফল্যে আমি গর্বিত। আরও বহু মাইলফলক স্পর্শ করার শুভেচ্ছা জানাই।