Writwik Mukherjee: 'আদিদেব' এবার হিন্দি সিরিয়ালে, 'আনন্দী' ছাড়ছেন ঋত্বিক? Updated: 14 Apr 2025, 07:32 PM IST Subhasmita Kanji Writwik Mukherjee: আনন্দী ধারাবাহিকটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। আর সেটার ছাপ টিআরপিতে দেখা যাচ্ছে। কিন্তু এবার জানা গেল হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন ঋত্বিক মুখোপাধ্যায় ওরফে আনন্দীর আদিদেব। তবে কি তিনি এই বাংলা সিরিয়াল ছেড়ে দিচ্ছেন?