Shah Rukh-Sunny: দীর্ঘ ১৬ বছর শাহরুখের সঙ্গে কথা বন্ধ রেখেছিলেন সানি, কিন্তু কেন? Updated: 30 Aug 2023, 07:32 PM IST Ranita Goswami তবে শাহরুখ নন, ‘ডর’ ছবিতে সানি খলনায়ক না হতে চাইলে এই প্রস্তাব গিয়েছিল, আমির খান, সঞ্জয় দত্ত, অজয় দেবগনদের কাছে, তবে তাঁরা কেউই খলনায়ক হতে চাননি। তবে শাহরুখ প্রস্তাব লুফে নেন। আর ভাগ্য সহায়ক ছিল শাহরুখের, তিনি জনপ্রিয়তা পান।