বিগ বস সদ্যই শেষ হয়েছে। ফিনালে পর্যন্ত পৌঁছলেও জিততে পারেননি অঙ্কিতা। ভিকি তো আগেই বাদ হয়েছিলেন। তবে ফাইনালের রেজাল্ট যাই হোক না কেন গোটা শো জুড়ে কিন্তু তাঁরাই মাতিয়ে রেখেছিলেন এই শো। তাঁদের ঝগড়া, সম্পর্কের টানাপোড়েন হট টপিক হয়ে উঠেছিল চর্চার। এবার শো শেষ হতেই ভিকি বললেন, 'আমার বন্ধু রীতেশ দেশমুখ, ফারাহ খান সকলেই আমার খুব প্রশংসা করেছেন। লোকজন বলছে ভিকি ভাই তুমিই এই শোকে চালিয়ে নিয়ে গেছ। দারুণ লাগছে।'
অঙ্কিতার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন ভিকি?
বিগ বস হাউজ এবার ভিকি এবং অঙ্কিতার দারুণ ঝগড়া, ঝামেলা হয়েছে। মাঝে তাঁদের শাশুড়ি ঢুকে ইন্ধন জুগিয়ে সেই ঝামেলা আরও উসকেছেন। এমনকি তাঁদের ডিভোর্সের কথা বলতেও শোনা গিয়েছিল এই শোতে। আর সেসব দেখে অনেকেই সন্দিহান হয়ে পড়েছিলেন তাঁদের সম্পর্কের ভবিষৎ নিয়ে।
আরও পড়ুন: ২০২৪-এই বিয়ের পিঁড়িতে বসছেন অভিষেক-সুরভি? পরিকল্পনা ফাঁস করে কী বললেন 'ফুলকি'র রোহিত?
আরও পড়ুন: রঘু ডাকাত, চাঁদের পাহাড় ২ আসছেই! ইঙ্গিত দিয়ে দেব বললেন, 'খসড়া শুনেছি, কাজ চলছে...'
হিন্দুস্তান টাইমসের তরফে ভিকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর এবং অঙ্কিতার বৈবাহিক সম্পর্ক নিয়ে বলেন, 'আমরা এমন একটা সমাজে থাকি যেখানে পুরুষ এবং মহিলার দুজনেরই একই রকম অনুভুতি হতে পারে। তাঁদের মতামত আলাদা হতে পারে, ঝগড়া হতে পারে। আমি জানি না মানুষ কী করে এই বিষয়টা ভুলে যান। শোতে আমাদের নিজেদের মতামত রাখা উচিত নইলে মানুষ ভাববে আমরা আমাদের সঙ্গীর কথায় উঠি আর বসি। আমাদের রোজকার জীবনের কোনও ভিডিয়ো কেউ দেখেনি তাই তাঁরা জানেন না যে আমরা বাস্তবে ঝগড়া করি কিনা। আমি তর্ক করতে পারি, নিজের মত জানাতে পারি, কিন্তু সম্পর্কের বিরুদ্ধে নই। ওই জায়গাটা একই থাকবে।'
তিনি আরও জানান, 'আমি সারাক্ষন এমনিতে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। এখানে আমি গেমটা গেমের মতোই খেলতে চেয়েছি। আর অল্প সময়েই দারুণ অ্যাটেনশন পেয়েছেন তবে হ্যাঁ, আমি অঙ্কিতার সঙ্গে আরও একটু ভালো ব্যবহার করতে পারতাম। ওর মানসিক অবস্থাটা বোঝা উচিত ছিল। সেটা আমি ওখানে বুঝতে পারিনি।'
আরও পড়ুন: 'বউ বউ অনুভূতি', বেনারসিতে লাজে রাঙা রণিতা, সৌপ্তিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বিয়ে করলেন বাহা?
পরিশেষে নিজেদের সম্পর্ক নিয়ে ভিকি সাফ সাফ জানিয়ে দেন, 'আমার জন্যই অঙ্কিতা এত শক্ত। আমরা খুব সুখী। আমাদের সম্পর্ক খুবই মজবুত। আমি ওর গেম নষ্ট করতে চাইনি। কখনও কখনও মতের অমিল হওয়া ভালো।'