টিভির নায়ক-নায়িকারা নিমেষে মন জয় করে নেন দর্শকদের। তাই তো ধারাবাহিক শেষ হলেও রেশ থেকেই যায় মানুষের মনে। কবে সেই অভিনেতার নতুন ধারাবাহিক আসবে তা জানার অপেক্ষায় মুখিয়েও থাকেন। জানি এই তালিকা অনেকটা লম্বা। তবে এবার আপনাদের দেব একটা সুখবর। এমন এক নায়িকার খোঁজ দেব, যাঁকে আপনারা খুব পছন্দ করেন। অনেকদিন ধরে মিসও করছিলেন। সঙ্গে নতুন কোন ধারাবাহিকে তিনি আসছেন জানতে পারবেন সেটাও।
কথা হচ্ছে দেবাদ্রিতা বসু প্রসঙ্গে। ‘আলো ছায়া’ ধারাবাহিকে কাজ করে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়াও মীরার চরিত্রে তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। কিন্তু বহুদিন হয়ে গেল তাকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না।
বারবার দেবাদৃতার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছিলেন, কবে আসবে তাঁর নতুন ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ায় যদিও তিনি ভীষণ সক্রিয়। তবে টিনসেল টাউনের খবরি বলছে, জলদি আসছে এই নায়িকার নতুন ধারাবাহিক। যদিও তা জি বাংলা বা স্টার জলসায় নয়। বরং তা আসছে সান বাংলায়। আরও পড়ুন: যশের নায়িকার সঙ্গে চুপিচুপি প্রেম করছেন টেলিভিশনের এই খলনায়ক? জেনে নিন কারা এরা
কখনও আলো, কখনও জয়ী হয়ে দর্শক মনে রাজ করেছেন তিনি। তাই তিনি সান বাংলায় আসছেন শুনে অনেকেরই মন খারাপ হয়েছিল! এমনকী, কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও পড়ুন: ‘হিরো রাত ৩টেয় ডাকলেও যেতে হবে’, কোন বলিউড নায়ককে ইঙ্গিত করলেন মল্লিকা শেরাওয়াত?