‘বিজয়া’-এর পর আরও একবার পরিচালক সায়ন্তন ঘোষালের সঙ্গে জুটি বাঁধলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফের একটা রহস্য-রোমাঞ্চে ভরা নতুন থ্রিলার নিয়ে আসছেন পরিচালক। আর এবারও তাঁর সেই গল্পের মূল সৈনিক স্বস্তিকা। নতুন এই ছবির নাম 'অশনি'।
সায়ন্তন ঘোষালের এই ছবির গল্পে উঠে আসবে মেয়েকে নিয়ে লড়াই করে বেঁচে থাকা আরও এক মায়ের গল্প। থাকবে বিশ্বাসঘাতকতার কথা। এমনই এক মা হলেন পূর্বা (স্বস্তিকা মুখোপাধ্যায়)। যিনি কিনা অতীত অন্ধকারের সঙ্গে লড়াই করে সবে মাত্র একটু সুখের মুখ দেখেছেন। মেয়েকে সমস্ত অন্ধকারের থেকে আগলে রেখেছেন। সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। তবে জীবনের সেই সুখ যেন সহ্য হল না। নৃশংস ষড়যন্ত্র তাঁকে নতুন লড়াইয়ের মুখে ফেলে দেয়। যে অতীতকে পালিয়ে গেছে বলে মনে করেছিল পূর্বা, সেই আবার ফিরে আসে। পূর্বা কি আদৌ পারবে মেয়েকে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে?
আরও পড়ুন-‘কিছু কিছু কথা…’ বাড়িতে বসেই অরিজিতের গান গেয়ে শোনাল সারেগামাপা-র অনীক, কী বলছে নেটপাড়া?