আরজি করের নির্যাতিতার মৃত্যুর মাস পেরোতে চলল। আগামী ৯ সেপ্টেম্বর সেই ভয়াবহ নৃশংস ঘটনার এক মাস পূর্ণ হয়ে যাবে। এখনও বিচার অধরা। আর তাই জন্য দ্রুত বিচারের ডাক দেওয়া হল। আর সেটাকেই সমর্থন করলেন সৃজিত।
কী পোস্ট করলেন সৃজিত?
সৃজিত মুখোপাধ্যায় এদিন একটি পোস্টার শেয়ার করেন। সেখানে লেখা হয়েছে, 'নয়, নয়, নয়। আর তাবেদারি নয়, আর দালালি নয়, আর ভয় পাওয়া নয়। নয় সেপ্টেম্বর রাত নয়টায়, নয় মিনিটের জন্য কোনও শব্দ নয়, স্তব্ধ থাক রাজ্য।' এই অবস্থানের নাম দেওয়া হয়েছে নয় নয় নয়। নৃশংসতার প্রতিবাদের ৯ তারিখ আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলবে এই অবস্থান। আপাতত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুরে ৮ বি, মন্দিরতলা এবং কদমতলায় এই অবস্থান হবে।
আরও পড়ুন: বদলা নেওয়ার হুমকি লাভলির, সবক শেখাতে চিকিৎসকদের শ্রীলেখা বললেন, 'ওঁর মতো কারও চিকিৎসা করবেন না'
একই সঙ্গে অন্যান্য জায়গাতেও যাতে এই একই অবস্থানে আয়োজন করা হয় এবং সেই সব জায়গার নাম যুক্ত করা হয় সেটার আহ্বানও জানানো হয়েছে। প্রসঙ্গত গত বুধবার, দ্বিতীয় দফায় রাত দখল অনুষ্ঠিত হয়েছে। মধ্যরাতে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। নাচ, গান, পথ নাটিকা, পথ লিখনের মধ্য দিয়ে চলে প্রতিবাদ। ওঠে দ্রুত বিচারের স্লোগান।
সৃজিত মুখোপাধ্যায় মহা মিছিল থেকে শুরু করে দুই দফার রাত দখল, টলিউডের মিছিল সবেতেই যোগ দিয়েছিলেন। তাঁকে স্বস্তিকা, সোহিনীদের মতো অ্যাক্টিভলি পথে নেমে এই কেসের বিচার চাইতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: 'পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন', কৌন বনেগা ক্রোড়পতিতে মনুর মুখে মহব্বতের আইকনিক সংলাপ! স্তম্ভিত অমিতাভ বললেন কী?