প্রয়াত টলিপাড়ার প্রখ্যাত অভিনেত্রী সোনালী চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই বেরিয়ে গেল প্রাণবায়ু।
অভিনেতা শঙ্কর চক্রবর্তী নিজেই জানালেন স্ত্রী বিয়োগের কথা। সোনালির আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড। দিওয়ালিতেও শঙ্করের সোশ্যাল মিডিয়ায় দেখা মিলেছিল সোনালির। দিনকয়েক যেতে না যেতেই চলে গেলেন না ফেরার দেশে। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে।
ভোর ৪টে নাগাদ কার্ডিয়াক অ্যারেস্টে সোনালি মারা যান বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়রা সোনালির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। শঙ্কর চক্রবর্তী ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করে লিখলেন, ‘ভরা থাক স্মৃতিসুধায়।’

যকৃতের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। শুক্রবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একটা সময় দাপটের সঙ্গে বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। খলনায়িকা হিসেবেই মূলত জনপ্রিয় ছিলেন। রচনা-ফেরদৌসের ‘হারজিত’ ছবিতে নায়িকার সৎ মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োন, ‘বন্ধন’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল।
হিন্দুস্তান টাইমস বাংলাকে শংকর চক্রবর্তী দিনকয়েক আগেই জানিয়েছিলেন, ‘হ্যাঁ, ঠিকই সোনালি খুব অসুস্থ। এই মুহূর্তে মুকুন্দপুর আমরিতে ভর্তি রয়েছে। ওর একটু লিভারের সমস্যা হয়েছে…. পেটে জল জমছে আর কী। তবে….. আজ চিকিৎসক জানালেন লিভার প্রতিস্থাপন করতে হবে।’ তবে হল না শেষরক্ষা। সপ্তাহের শুরুতেই নিভল জীবনদীপ।