প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান। মঙ্গলবার সারাকে দেখা বেইজ লেহেঙ্গায়। অভিনেত্রীর বেশকিছু ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। ইভেন্টের জন্য সারা একটি আইভরি লেহেঙ্গা, ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল লম্বা ট্রেল-সহ দুপাট্টা। সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল আর ব্রেসলেট। চোখ ফেরানো যাচ্ছিল না সারা আলি খান আর অমৃতা সিং-এর একমাত্র মেয়ের থেকে।
ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সারার ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়ে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘সারার মধ্যে সবসময় ওঁর দেশের প্রতি টান ফুটে ওঠে। ওর পোশাকেও দেশ এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব।’ অন্য আরেকজন মন্তব্য করলেন, ‘পুরো পতৌদির রাজকুমারীর ভাইব আসছে তাঁর পোশাক থেকে।’ তৃতীয়জন লিখলেন, ‘সারাকে পুরো মা অমৃতার মতো লাগছে এই পোশাকে।’
আরও পড়ুন: প্রেমটা আর লুকনো গেল না! মাঝরাতে রাস্তায় আদিত্য-অনন্যা, গেছিলেন কোথায়?
সারা ইনস্টাগ্রামে তাঁর কানের লুক শেয়ার করেছেন। ফ্রেঞ্চ রিভেরায় তোলা ছবিগুলিতে তিনি লোকেশনে জিও ট্যাগ করেছেন ফ্রান্সকে। ক্যাপশনে লিখেছেন, ‘You Cannes do it’। সারার এক অনুরাগী মন্তব্য করলেন, ‘তোমার জন্য গর্ব হচ্ছে। তুমি অনেক দূর যাবে।’ আরেকজন লিখলেন, ‘বউ-এর মতো দেখতে।’
আরও পড়ুন: হেলমেট ছাড়া বাইকে, পুলিশ হস্তক্ষেপ করতেই অমিতাভ লিখলেন, ‘মজা করছিলাম আসলে!’
আবু জানি আর দীপক খোসলার ডিজাইনার লেহেঙ্গা পরেছিলেন এদিন সইফ-কন্যা। রেড কার্পেটে ব্রুট ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় সারা বলেছিলেন, ‘হ্যালো এবং নমস্তে (হাত জোড় করে)। কিছুটা নার্ভাস। আমি সবসময় এখানে আসার আকাঙ্ক্ষা করেছি। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে আছি।’ সঙ্গে নিজের পোশাকের বর্ণনা করে বলেন, ‘এটি আবু এবং সন্দীপের (খোসলা) একটি ঐতিহ্যবাহী ভারতে সম্পূর্ণ হাতে তৈরি নকশা। আমি সবসময়ই আমার ভারতীয়ত্ব নিয়ে গর্ব বোধ করি। এটি সবসময় মনে করায় যে আমি কে। এই পোশাক যতটাই আধুনিক, ততটাই ঐতিহ্যবাহী।’
কানে যাওয়ার আগেই সামনে এসেছে সারা আর ভিকি-র ‘জারা হটকে জারা বচকে’-র ট্রেলার। একপ্রস্থ প্রোমোশনও করে গিয়েছেন তিনি। ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ ছবিও রয়েছে পাইপলাইনে। রয়েছে পরিচালক জগন শক্তির শিনোমহীন একটি ছবি, হোমি আদজানিয়ার মার্ডার মুবারক ছবিগুলি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )