রণবীর আল্লাবাদিয়ার মন্তব্যের পর সময় রায়না ইন্ডিয়া'স গট ল্যাটেন্টের সমস্ত পর্ব মুছে ফেলেছেন। তাছাড়াও নানা আইনি সমস্যা তো লেগেই আছে। আর এই সবটা নিয়ে খুব একটা ভালো নেই সময়। ইউটিউবার শ্বেতাভ গাঙ্গোয়ার জানিয়েছেন যে তিনি সময়ের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন যে, সময় বেশ ভয় পেয়েছেন, তাছাড়া খুব হতাশও তিনি মনে মনে।
শ্বেতাভ জানিয়েছেন যে, বিতর্কের মধ্যেও তাঁর বন্ধু সময়-এর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। সময় খুব ধীরে ধীরে তাঁর সঙ্গে কথা বলছিলেন। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুসারে, তিনি বলেছিলেন যে, ‘সময় ভেঙে পড়েছে। যখন বিতর্কটা প্রথম শুরু হয়েছিল, তখনও আমি ওঁর মধ্যে পুরানো সময়কে দেখতে পাচ্ছিলাম, কিন্তু যখন শেষবার ওঁর সঙ্গে আমার কথা হয় তখন আমি একজন ভেঙে পড়া মানুষকে দেখতে পেয়েছিলাম... হতাশাগ্রস্ত, ভীত একটা মানুষ।’
আরও পড়ুন: 'সারেগামাপা'-এর মঞ্চে এক থেকে তিনে নেই আরাত্রিকা! 'আমার একমাত্র দুঃখ হল…', বললেন 'খুদে কমরেড'
তিনি আরও জানিয়েছেন যে, তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন কারণ তিনি অসহায় বোধ করেছিলেন। তিনি বন্ধুর কঠিন সময়ে তাঁর পাশে থাকতে পারেননি। এই প্রসঙ্গে শ্বেতভ বলেছেন, ‘আমি মানসিকভাবে ক্লান্ত ছিলাম। আমি আমার বন্ধুকে এভাবে দেখতে পারছিলাম না।’ ইউটিউবার আরও জানান যে, রণবীর, অপূর্ব মুখিজা এবং আশিসও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বিতর্কের পর সময় বর্তমানে তাঁর লাইভ শো-এর জন্য কানাডায় আছেন। ভারতে ফিরে তাঁর আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার জন্য ১৭ মার্চ পর্যন্ত সময় চেয়েছেন তিনি।
আরও পড়ুন: ছেলে কোনার্কের বিয়েতে নিজের ছবি 'লগন'-এর গানে নাচলেন আশুতোষ গোয়ারিকর! 'অসাধারণ…', প্রশংসার বন্যা নেটপাড়ায়
প্রসঙ্গত শুভম দত্ত নামে একজন ভক্ত সময়কে দেখে তাঁর ফেসবুকে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লিখেছেন, 'প্রথমবারের মতো, আমি একজন ২৫ বছর বয়সী ছেলেকে দেখেছি, যিনি অত্যধিক মানসিক চাপে ভারাক্রান্ত, চোখের নীচে কালো দাগ, এলোমেলো চুল নিয়ে ধুলো মাখা কালো হুডি পরে মঞ্চে হেঁটে এসেছিলেন। মাইকে তার প্রথম কথা, ‘ধন্যবাদ আমার আইনজীবীর ফি পরিশোধ করার জন্য।’
তিনি আরও জানিয়েছেন যে কমেডিয়ান বিতর্ক নিয়ে মজা করে বলেছিলেন, ‘এই শোতে অনেক সুযোগ আসবে, যেখানে আপনাদের মনে হতে পারে যে আমি অনেক মজার কিছু বলতে পারি, কিন্তু সেই সময় বিয়ারবিসেপসকে মনে রাখবেন।’