সাফল্য পেলেই প্রশংসা, আর ব্যর্থ হলেই সমালোচনা। এতো ক্রিকেটারদের জীবনে এখন নিত্যদিনের ঘটনা। একথা বিরাট কোহলির জীবনেও যেমন সত্যি, তেমনই রোহিত শর্মার জীবনেও সত্যি। রোহিত শর্মা ব্যাট হাতে নামলেই ব্যর্থ হচ্ছেন। তাঁর ব্যাট আর আগের মতো কথা বলছে না। আর তাই বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছিল রোহিতকে। এমনকি 'অনেক হয়েছে এবার অবসর নাও ভাই…', এমন কথাও বহুদিন ধরেই শুনতে হচ্ছিল রোহিতকে।
তবে কথায় বলে বড় খেলোয়াড়রা নাকি বড় মঞ্চেই জ্বলে ওঠেন। আর সেকথাই ফের প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। শেষপর্যন্ত সমস্ত সমালোচনার জবাব দিলেন তিনি। বুঝিয়ে দিলেন, কেন তাঁকে হিটম্যান বলা হয়। ফাইনালের দিনই জ্বলে উঠলেন তিনি। তাঁর ব্যাট থেকে বের হয়ে এল একটা ঝকঝকে হাফ সেঞ্চুরি। ৯মার্চ, রবির ম্যাচের শুরু থেকেই রোহিত শর্মাকে। কার্যত দাবাং মেজাজে ছিলেন, কাইল জেমিসনের মতো আগুন পেসারকেও তিনি বলে বলে চার-ছক্কা হাঁকাচ্ছিলেন। শেষপর্যন্ত অবশেষে ৪১ বলে হাফসেঞ্চুরি পূরণ হয় তাঁর। যার মধ্যে তিনি ৫ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন।