২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র সমিতিগুলি পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার বিষয়ে একটি নিষেধাজ্ঞা জারি করেছিল। ভারতের স্থায়ী বাসিন্দা না হলে কাজ করা যাবে না, এই মর্মে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীরা বহুদিন বলিউড থেকেছিলেন দূরে। তেমনই একজন অভিনেতা হলেন ফাওয়াদ খান।
আগামী ৯ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ফাওয়াদ অভিনীত সিনেমা ‘আবির গুলাল’। এই সিনেমায় বাণী কাপুর এবং ঋদ্ধি ডোগরার সঙ্গে অভিনয় করবেন তিনি। অভিনেতাকে নিয়ে বারবার যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়ে এবার মুখ খুললেন ঋদ্ধি।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
পাকিস্তানি অভিনেতা প্রসঙ্গে প্রশ্ন করায় ঋদ্ধি বলেন, ‘টিজার প্রকাশের পর থেকেই এই সিনেমাটি সকলের থেকে ভালোবাসা কুড়িয়েছে। ছবির ট্যাগ লাইনেও বলা হয়েছে, ভালোবাসা ফিরিয়ে আনুন। বুঝতেই পারছেন, এই সিনেমার প্রধান উদ্দেশ্য হল ভালবাসার ওপর ফোকাস করা। চারিদিকে এখন শুধু ঘৃণা, তাই এই সিনেমার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
পাকিস্তানি অভিনেতাদের বলিউডে কাজ করার বিতর্ক প্রসঙ্গে ঋদ্ধি বলেন, ‘সকলেরই মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। মতামত প্রকাশ করলে মতবিরোধ থাকবেই। তবে আমার এখন প্রধান উদ্দেশ্য হল সিনেমার সাফল্য নিয়ে চিন্তাভাবনা করা। আশা রাখি ছবিটি সকলের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।’
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
তবে শুধু ঋদ্ধি নন, সম্প্রতি এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনও। তিনি শিল্পকেই গুরুত্ব দিতে বেশি স্বচ্ছন্দাবোধ করেছেন। তিনি নিজেও পাকিস্তানি পরিচালক বা পাকিস্তানে গিয়ে সিনেমা করতে আগ্রহী, একথাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এই সিনেমার কোনও শ্যুটিং ভারতে করা হয়নি, সব শ্যুটিং হয়েছে বিদেশে। নিউইয়র্ক এবং লন্ডন সহ বিদেশের বেশ কয়েকটি লোকেশনে শ্যুটিং হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘খুবসুরাত’ সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ফাওয়াদ। এরপর ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। তবে ২০১৬ সালের পর তিনি আর ভারতে এসে কাজ করেননি। ৯ বছর পর ফের বলিউডে ফিরে এলেন অভিনেতা।