অভিনেত্রীর রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিয়ো ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভুয়ো ভিডিয়োটি ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা পটেলের। AI-এর সাহায্য নিয়ে তাঁর মুখকে ডিজিট্যালি বদলে রশ্মিকার মুখ ব্যবহার করা হয়েছে।
সাংবাদিক অভিষেক কুমার ভিডিয়োটি এক্স-এ শেয়ার করেছেন, ইন্টারনেটে জাল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন আইনি এবং নিয়ন্ত্রক ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাথমিক ভিডিয়োটি মূলত ৮ অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল, যেখানে জারা প্যাটেল নামে একজন মহিলাকে দেখা গিয়েছে। কে এই জাল ভিডিয়োটি তৈরি করেছে এবং তাঁদের উদ্দেশ্যই বা কী ছিল তা এখনও জানা যায়নি। আরও পড়ুন: রশ্মিকার ফেক ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়! উদ্বেগ প্রকাশ করলেন অমিতাভ
ডিপফেক ভিডিয়োটি দেখে নিজেও খুব বিরক্ত জারা পটেল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘হ্যালো, আমার নজরে এসেছে, কেউ আমার ভিডিয়ো নিয়ে একজন জনপ্রিয় অভিনেত্রীর মুখ ব্যবহার করে একটি ডিপফেক ভিডিয়ো তৈরি করেছে। ডিপফেক ভিডিয়োর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। এ বিষয় আমি খুব বিরক্ত। আমি সেই নারী ও মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, যাঁদেরকে এখন সোশ্যাল মিডিয়ায় নিজেদের রাখার ব্যাপারে আরও বেশি ভয় থাকতে হয়। অনুগ্রহ করে এক ধাপ পিছিয়ে যান এবং আপনি ইন্টারনেটে যা দেখছেন তা যাচাই করুন। নেটদুনিয়ায় সবকিছু বাস্তব নয়’।