Ranbir Kapoor: চূড়ান্ত ব্যর্থ, তারপরেও নাকি 'শামসেরা' ভালো লেগেছে, মহিলা অনুরাগীর কথায় রণবীর বললেন, ‘আপনি অন্ধ …’
1 মিনিটে পড়ুন Updated: 05 May 2023, 12:50 PM IST'শামসেরা'র মতো চূড়ান্ত ব্যর্থ একটা ছবি ভালো লেগেছে শুনে রণবীর তাঁর অনুরাগীকে বলেন, 'আপনি অন্ধ ভক্ত।' প্রিয় অভিনেতার কথা শুনে ওই অনুরাগী বলেন, আমার কনসেপ্ট ভালো লেগেছে। এই ছবি ৯০ এর দশকে মুক্তি পেলে বড় হিট হত।' রণবীর বলেন, ‘শামশেরার গল্প পুরনো। দর্শকরা পছন্দ করছেন না মানে বুঝতে গণ্ডোগোল আছে।’
রণবীর 'শামসেরা'