বহু বছর পর একসঙ্গে বড় পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তী। ২০০২ সালে ‘ইনক্লাব’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এরপর আর দু'জনকে একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার ফের দুই নায়ককে একসঙ্গে দেখবেন দর্শকেরা। যে ছবিতে তাঁদের দেখা যাবে সেই ছবির ঘোষণা অবশ্য বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে। এবার নিশ্চয় ভাবছেন কোন ছবি? কাকাবাবু ফ্রাঞ্চাইজির নতুন ছবি 'বিজয়গড়ের হীরে' তে বহু বছর পর টলিপাড়ার দুই হিরোকে একসঙ্গে দেখা যাবে।
প্রায় তিন বছর পর নতুন অভিযানে 'কাকাবাবু'। আসছে 'বিজয়গড়ের হীরে'। কিছুদিন আগেই হয়েছে ছবির শুভ মহরৎ। যদিও সেখানে দেখা যায়নি চিরঞ্জিত চক্রবর্তীকে। তবে এসভিএফ ও হইচইয়ের 'গল্পের পার্বণ ১৪৩২'-এ প্রযোজনা সংস্থা এই খবর ঘোষণা করে।কিন্তু ছবিতে তাঁকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে 'বিজয়গড়ের হীরে'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নায়ককে।
আরও পড়ুন: ছিলেন ঢাকার জমিদার পরিবারের বউমা, ডিভোর্সের পরেও কেন স্বামীর ‘আহসান’ পদবি ব্যবহার করেন জয়া?
একসময় টলিউডে বহু সফল ছবি উপহার দিয়েছে প্রসেনজিৎ ও চিরঞ্জিত জুটি। তবে সেগুলির বেশির ভাগই ছিল পারিবারিক ছবি। তবে ২০০২-এর পর থেকে আর তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে গল্পের পার্বণের হাত ধরে এল এই সুখবর।
প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তি পায় প্রথম কাকাবাবুর অভিযান ‘মিশর রহস্য’। তারপর ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এই সব কয়টি ছবিতেই ‘সন্তু’ -এর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তিনি আর এবার থাকছে না তাঁর বদলে থাকছে অর্ঘ্য বসু রায়। তবে, এই ছবিতে কেবল ‘সন্তু’ নয় পরিচালকেরও বদল হয়েছে। এবার থেকে আর কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির কোনও ছবি পরিচালনা করবে না সৃজিত মুখোপাধ্যায়, যদিও তাঁর পরিচালনাতেই বাংলা ছবি দর্শক আবার নতুন করে 'কাকাবাবু'কে পেয়েছিল বাংলা সিনেমায়। এবার সৃজিতের বদলে ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রাশিস রায়। এর আগে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন।