দীর্ঘ অভিনয় জীবন তাঁর, পাঞ্জাব কিংস IPL টিমের মালিকও তিনি। তবে সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন কারণে খবরে শিরোনামে রয়েছেন প্রীতি জিন্টা। কেরল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন প্রীতি। আর এই সবই ঘটেছে ২৫ ফেব্রুয়ারি অভিনেত্রী প্রয়াগরাজ যাত্রার ঠিক আগে।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি কেরালা কংগ্রেসের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে দাবি করা হয় প্রীতি জিন্টার ১৮ কোটি টাকার ঋণ 'মকুব' করে দিয়েছে মোদী সরকার। আর এই খবর ছড়িয়ে পড়ার পরই বেজায় চটে যান অভিনেত্রী। মঙ্গলবার পাল্টা এক X বার্তায় প্রীতি এই খবরকে সম্পূর্ণ 'ভুয়ো' বলে দাবি করেন। জানান তিনি নিজেই নিজের উপার্জনের টাকায় লোক পরিশোধ করেছেন। এখানেই শেষ নয় খবর রটে প্রীতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তিনি নাকি বিজেপিকে দিয়ে দিয়েছেন।
কী লিখেছেন প্রীতি?
প্রীতি নিজের পোস্টের শুরুতেই স্পষ্ট করে দেন তিনি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করেন। বলেন এই ভুয়ো খবর রটানোর জন্য লজ্জা হওয়া উচিত। এরপরই লেখেন, ‘আমি হতবাক যে একটা রাজনৈতিক দল বা তাঁদের প্রতিনিধি এধরনের ভুয়ো খবর প্রচার করছে। আর আমার নাম ও ছবি ব্যবহার করে জঘন্য গসিপ এবং ক্লিকবেটের খেলা চলছে। এবার সকলকে জানাই যে, একটা ঋণ আমি নিয়েছিলেন, সেটা শোধও আমি করেছি, তবে সেটা ১০ বছর আগের ঘটনা। আশা করি, এবার বিষয়টা পরিষ্কার হবে এবং ভবিষ্যতে যেন আর কোনও ভুল বোঝাবুঝি না হয় (ভাঁজ করা হাতের ইমোজি)।’
আরও পড়ুন-অনন্য়ার সঙ্গে বাগদানের আগে চুপিচুপি সুকান্তর ফ্ল্যাটে হাজির সায়ক, ব্যাচেলর পার্টিতে কী হল?