কিছু মাস আগে পাপারাৎজিদের জন্য পোজ দেওয়ার পর, তার কায়দা দেখে যেমন মুগ্ধ হয়েছিল নেটপাড়া, তেমনি কেউ কেউ হেসেছিলেন। তবে এদিন একেবারেই অন্য একটি কারণে লাইমলাইটে এল রণবীর কাপুরের ভাগ্নি সামাইরা। আদর জৈনের বিয়েতে দিদিমা নিতু কাপুর তার সঙ্গে ছবি তুলতে এলে তাকে ঠেলে সরিয়ে দেয় সে। এরপরই কটাক্ষের মুখে পড়তে হয় এই কিশোরীকে।
আরও পড়ুন: 'বৈশাখী ভিলেন, তোমার ঘর ভেঙেছে', বলেছিলেন কল্যাণ! পাল্টি খেতেই রত্নার হুঁশিয়ারি, 'শেষ দেখে ছাড়ব'
কী ঘটেছে?
সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল রিমা কাপুরের ছেলে আদর জৈনের বিয়ে। সেখানেই সপরিবারে হাজির ছিল কাপুর পরিবার। মা ঋদ্ধিমার সঙ্গে সেজেগুজে পাপখরাৎজিদের জন্য পোজ দিচ্ছিল সামাইরা। তাকে এদিন একটি শাড়িতে দেখা যায়। একেবারেই নো মেকআপ লুকে ছিল এই কিশোরী। গায়ে তেমন কোনও গয়নাও ছিল না। হালকা সাজে ধরা দিয়েছিল।
মায়ের সঙ্গে হাসিমুখে পোজ দিলেও, পাশে দিদিমা নিতু কাপুর এসে দাঁড়াতেই তাঁকে ঠেলে সরিয়ে দেয় সামাইরা। তারপরই সে কটাক্ষের মুখে পড়ে নেটপাড়ার। কেউ কেউ তো তাকে মানসিক ভাবে অসুস্থ বলেও দেগে দেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'ও কি মানসিক ভাবে অসুস্থ নাকি?' কেউ আবার লেখেন, 'বাড়ির যে কোনও শিক্ষা নেই সেটা বোঝাই যাচ্ছে। মেয়েকে কোনও সহবত শেখায়নি।' কেউ আবার লেখেন, 'একেবারে বখে যাওয়া, উৎসৃংখল।' তৃতীয় জন লেখেন, 'মেয়েটা খুবই অসভ্য। আর পাকা।' চতুর্থ জনের মতে, 'অতি আদরে এমন অবস্থা।' কেউ কেউ আবার লেখেন নির্ঘাত তারা এই অনুষ্ঠানে আসার আগে কোনও অশান্তি, ঝগড়া করে এসেছেন।
কেউ কেউ আবার কিশোরী সামাইরার হয়ে কথা বলেছেন। একজন লেখেন, 'আহা ও এখনও ছোট। অত বোঝে না। হয়তো মনের মতো কিছু হয়নি তাই এমন করেছে।' কেউ আবার লেখেন, 'ও একা ছবি তুলতে চাইছিল।'
আরও পড়ুন: ৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায় ছাবা, ভিকির ছবির দাপটে বেহাল মেরে হাসবেন্ড কি বিবির, আয় কত?