বড় পর্দায় ফিরতে চলেছে ফেলুদা। এবং হত্যা পুরীর পর আবারও এই ছবিতে ফেলুদা হিসেবে ধরা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। থাকবেন তোপসে আয়ুষ দাস এবং জটায়ু অভিজিৎ গুহ। এবার এই ত্রয়ীর মিশন নয়ন রহস্য। আর সেই গল্প অবলম্বনে তৈরি হওয়া ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এল।
নয়ন রহস্য ছবি ফার্স্ট লুক
সন্দীপ রায় পরিচালিত আরও একটি ফেলুদার ছবি আসতে চলেছে বড় পর্দায়। ২০২২ সালে মুক্তি পাওয়া হত্যাপুরী ছবির মাধ্যমেই তিনি নতুন ফেলুদা, তোপসে এবং জটায়ুকে প্রকাশ্যে এনেছিলেন। কেউ প্রশংসা করেছিল। কেউ আবার সমালোচনা। কিন্তু যাই হোক, ফেলুদার এই আসন্ন ছবিতে কিন্তু সেই ত্রয়ীকেই দেখা যাবে অর্থাৎ ইন্দ্রনীল সেনগুপ্ত, আয়ুষ দাস এবং অভিজিৎ গুহ। তাঁদের ফার্স্ট লুক প্রকাশ্যে এল এই ছবি থেকে।
আরও পড়ুন: 'ওটা আমার কাজের অংশ...' রঞ্জিতের সঙ্গে শ্লীলতাহানির দৃশ্য শ্যুট করার ভয়ে কেঁদে ভাসিয়েছিলেন মাধুরী!
নয়ন রহস্য ছবিটির কথা বেশ কয়েক মাস আগেই প্রকাশ্যে এসেছিল। কয়েক দিন আগেই শেষ হয়েছে শ্যুটিং। আর যবে থেকে এই ছবির বিষয়ে নানা তথ্য প্রকাশ্যে আসছে অল্প অল্প করে তবে থেকেই ছবিটিকে ঘিরে মানুষের প্রত্যাশা বাড়ছে।
নয়ন রহস্য ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মাকে। থাকবেন দেবনাথ চট্টোপাধ্যায়ও। কিন্তু নয়নের চরিত্রে থাকবে কে? এই প্রশ্ন বহুবার উঠেছে। চলেছে নানা জল্পনাও। এবার জানা নয়নের চরিত্রে দেখা যাবে ক্লাস সিক্সের ছাত্র অভিনব বড়ুয়াকে। এছাড়া শুভ্রজিৎ দত্ত, মোহন আগাসে, প্রমুখ থাকবেন।


আরও পড়ুন: 'রাম' অরুণ গোভিল এবার দশরথ! সঙ্গী 'কৈকেয়ী' লারা দত্ত, প্রকাশ্যে নীতীশ তিওয়ারির রামায়ণের সেটের ছবি
নয়ন রহস্য নিয়ে কী বলেছেন ইন্দ্রনীল?
অভিনেতা এই ছবি প্রসঙ্গে জানিয়েছেন, 'গতবার দর্শকদের ভালোবাসা পেয়েছি। আশা করছি এই বারও তাঁরা নিরাশ হবেন না।'
কবে আসছে নয়ন রহস্য?
২০২৩ সালের বড়দিনে আসার কথা ছিল এই ছবিটি। কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। এবার গরমের ছুটিতে আসছে নয়ন রহস্য। আগামী ১০ মে মুক্তি কবে ছবিটি। সুরিন্দর ফিল্মস এই ছবির প্রযোজনা করেছে।