বিতর্তিক মন্তব্যের জেরে হামেশাই সংবাদ শিরোনামে থাকেন মুকেশ খান্না। মহাভারত এবং শক্তিমান টিভি সিরিয়ালে অভিনয়ের জেরেই নব্বইয়ের দশকে ভারতীর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সারা ফেলেছিলেন মুকেশ।
বেজায় ঠোঁটকাটা ‘শক্তিমান’। প্রতিটি ইস্যুতে খোলাখুলি নিজের মত প্রকাশ করেন মুকেশ খান্না। রণবীর সিং-কে নিয়ে অতীতে বেফাঁস মন্তব্য করেছেন, এবার তাঁর নিশানায় কমেডিয়ান কপিল শর্মা। কপিল শর্মার কমেডি শোয়ের অংশ না হওয়ার কারণও জানিয়েছেন মুকেশ খান্না। তিনি বললেন, শোয়ের নির্মাতারা তাঁকে অতিথি হিসাবে শো-তে অংশ নেওয়ার অফার দেয়নি, তবে তারা অফার দিলেও তিনি তা গ্রহণ করবেন না, বরং সরাসরি প্রত্যাখ্যান করবেন।
সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা বলেন মুকেশ। কপিল শর্মার শোয়ের অংশ না হওয়ার কারণও জানিয়েছেন তিনি। অভিনেতা জানান, ‘তারা কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। জানি না তাদের কী সমস্যা ছিল। একবার গুফি পেইন্টাল আমাকে ফোন করে বলেছিলেন যে কপিল রামায়ণের অভিনেতাদের শোতে আমন্ত্রণ জানিয়েছেন, সম্ভবত তিনিও আমাদের (মহাভারত টিমকে) আমন্ত্রণ জানাবেন। পরে আবার একই ঘটনা ঘটে। কপিল মহাভারতের অভিনেতাদের ডেকেছিলেন কিন্তু তারা আমাকে ডাকেননি।’
মুকেশ খান্না আরও বলেন, ‘আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই শোতে যাব না। আমি তাদের কমেডির মধ্যে অশ্লীলতা খুঁজে পাই। বেশিরভাগই ক্ষেত্রেই তাঁদের সংলাপে দু-টো মানে থাকে। আমি তার মধ্যে কোনও শালীনতা দেখি না। এ কারণেই আমি গুফিকে বলেছিলাম যে আমি এই শোয়ের অংশ হব না।’
মুকেশ খান্না আরও বলেন, ‘আমি একটি প্রোমো দেখেছিলাম, যেখানে অরুণ গোভিল এবং রামায়ণের বাকি সদস্যরাও এসেছিলেন। এমন পরিস্থিতিতে কপিল শর্মা অরুণ গোভিলকে প্রশ্ন করেন, স্যার, আপনি সমুদ্র সৈকতে স্নান করছেন, এমন সময় সেখানে মানুষের ভিড় চিৎকার করে বলতে শুরু করে,'রামও ভিআইপি অন্তর্বাস পরেন’। অরুণ এ ব্যাপারে কিছু বলল না, শুধু হাসল আর চুপচাপ বসে রইল। কিন্তু আমি থাকলে এটা সহ্য করতাম না। এই মানুষটার ইমেজ এত বড়, আপনি তাকে এত সস্তা প্রশ্ন করেন। যে রামের প্রশংসা করে না, সেখানে ভীষ্মপিতামা কি শ্রদ্ধা করা হবে? সেই সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কখনও এই শোতে যাব না।'
এই সাক্ষাৎকারে কপিল শর্মার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের গল্পও শেয়ার করেছেন মুকেশ খান্না। তিনি বলেন, 'একটি অ্যাওয়ার্ড ফাংশনের সময় কপিল আর আমার দেখা হয়েছিল। যেখানে তিনি আমাকে উপেক্ষা করেছেন। তিনি আমার পাশে ১০ মিনিট বসে থাকলেন, কিন্তু হ্যালো পর্যন্ত বললেন না। আমি চাই না আপনি হ্যালো বলুন, তবে আমি বলি আপনার কোনও শিষ্টাচার নেই। যখনই আমি অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করি, যদিও আমি তার সঙ্গে কাজ করিনি, যখনই আমার দেখা হয়েছে, আমি সবসময় তার সুস্থতার বিষয়ে জিজ্ঞাসা করি। কপিল একজন ভাল কৌতুক অভিনেতা তবে তার অনেক অহংকার রয়েছে। '