বিয়ের পর রবিবার রাতে প্রথমবার জনসম্মুখে ধরা দেন অভিনেত্রী মৌনি রায় এবং সূরজ নাম্বিয়ার। গত ২৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজি লেন্সবন্দি করেন তাঁদের। নব দম্পতিকে এ দিন ট্রাডিশনাল পোশাকে দেখা যায়।
এ দিন মুম্বই বিমানবন্দরে মৌনি উজ্জ্বল লাল বেনারসি শাড়িতে ধরা দেন। নব বধূ রূপে সাবেকি সাজে ধরা দেন নায়িকা। শাড়ির সঙ্গে সাজুয্য রেখে হালকা মেকআপ এবং গয়না পরেছিলেন তিনি। মৌনির এয়ারপোর্ট লুক রীতিমতো চোখ ধাঁধিয়েছে নেটিজেনের। পাশাপাশি, নতুন বর সূরজকে ধবধবে সাদা সিল্কের কুর্তা-পাজামায় দেখা মেলে।
_1643550376273_1643550530036_1643604715908.webp)
মৌনির ভারী লাল বেনারসি শাড়ি জুড়ে রয়েছে গোল্ডেন রঙের এম্ব্রয়ডারি কাজ। শাড়ির পাড় জুড়ে রয়েছে ভারী ডিজাইন।
_1643550424723_1643550517730_1643604888967.webp)
_1643550473062_1643550511297_1643604919293.webp)
বৃহস্পতিবার প্রেমিক সূরজ নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলি সুন্দরী মৌনি রায়। মালায়লি এবং বাঙালি দুই মতে বিয়ে করেন তাঁরা। গোয়ায় বসেছে মৌনি-সূরজের বিয়ের আসর। জুটির বিয়েতে হাজির ছিলেন পরিবার এবং ঘনিষ্ঠরা। বলিউড থেকে দেখা মিলেছে মন্দিরা বেদি, অর্জুন বিজলানি, আশকা গোরাডিয়াদের। বিয়ের পর গত ৩০ জানুয়ারি মুম্বই ফিরেছেন নব দম্পতি।
মৌনির স্বামী সূরজ দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার। সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে। বেঙ্গালুরুতে আদি বাড়ি সূরজের। শোনা যায়, ২০২০ সালের শুরুতে করোনার প্রথমবার লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সূরজের প্রেমে পড়েন বলি সুন্দরী। বিয়ের পর শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি।