রুবেল দাসের সঙ্গে জুটি বেঁধে আরও একবার টেলিপর্দায় হাজির অভিনেত্রী মোহনা মাইতি। 'গৌরী এলো' ধারাবাহিকের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন মোহনা। সাফল্যও আসে। এরপর তাঁকে দেখা যায়, 'কে প্রথম কাছে এসেছি' সিরিয়ালে, সিঙ্গল মায়ের ভূমিকায়। আর এবার রুবেলের সঙ্গে জুটি বেঁধে 'তুই আমার হিরো' সিরিয়ালে অভিনয় করছেন মোহনা।
চুটিয়ে অভিনয় করছেন, তবে অনেক অল্প বয়সেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন মোহনি মাইতি। অনেকেই হয়ত জানলে চমকে যাবেন বর্তমানে তিনি বছর ১৮র। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মোহনা।
হ্যাঁ, ঠিকই শুনছেন। একদিনে নতুন সিরিয়ালের শ্যুটিংয়ের চাপ, তার উপর উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলছে। কীভাবে সবটা সামলাচ্ছেন অভিনেত্রী?
মোহনা জানিয়েছেন তিনি CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী। তাও আবার পিওর সাইন্সের ছাত্রী তিনি। তাঁর রয়েছে, ইংরাজি, অঙ্ক, জীববিজ্ঞান, পদার্থ বিদ্যা, রসায়নের মতো বিষয়। কিন্ত বোর্ডের পরীক্ষা কীভাবে সামাল দিচ্ছেন?